ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামীকাল ব্যাংকার্স সভা ॥ ব্যাংক খাতের সংকটে দিকনির্দেশনা দিবেন গবর্নর

প্রকাশিত: ০৮:০৩, ১৩ জানুয়ারি ২০২০

আগামীকাল ব্যাংকার্স সভা ॥ ব্যাংক খাতের সংকটে দিকনির্দেশনা দিবেন গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ খেলাপি ঋণ, সুদহার, ঋণপ্রবাহ কমে যাওয়াসহ নানা সংকটে ভুগছে দেশের ব্যাংকিং খাত। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর হিসেবে নির্ধারিত সময় পার করতে চলেছেন ফজলে কবির। সদ্য একটি বছর শেষ হলেও ব্যাংকিং খাতের সংকট কমেনি, বরং আরও বেড়েছে। এমন অবস্থায় নতুন বছরের প্রথম ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার। এতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে আলোচনা করে দিকনির্দেশনা দেবেন গবর্নর। সংশ্লিষ্টরা জানান, প্রতি তিন মাস পর পর ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হয়। এটি নতুন ২০২০ সালের প্রথম সভা। আজ মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বৈঠক হওয়ার কথা রয়েছে। এটি বর্তমান গবর্নর ফজলে কবিরের শেষ সভা। আগামী ১৫ মার্চ তার মেয়াদ শেষ হওয়ার কথা। এ ছাড়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঘোষিত চতুর্থ দফায় নয়-ছয় সুদহার বাস্তবায়নের টাইমলাইন শুরু হবে ১ এপ্রিল থেকে। ব্যাংকিং খাতের নানা সংকটের মধ্যে সিঙ্গল ডিজিট সুদহার বাস্তবায়নের চ্যালেঞ্জ বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হবে।
×