ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জবির শহীদ মিনার পুনর্নির্মাণের দাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ১১:৪৮, ১৪ জানুয়ারি ২০২০

জবির শহীদ মিনার পুনর্নির্মাণের দাবি শিক্ষার্থীদের

জবি সংবাদদাতা ॥ কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে আগামী ২১ ফেব্রুয়ারির পূর্বেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ মিনার পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে এ দাবি জানিয়ে মানববন্ধন করে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, বর্তমান শহীদ মিনার জাতীয় শহীদ মিনারের আদলে তৈরি নয়। আর শহীদ মিনারটি এমন জায়গায় অবস্থিত যেখানে সবাই সহজেই জুতা পায়ে উঠে যায় এবং আড্ডাসহ বিভিন্ন অপকর্ম করে থাকে। ইসলামী স্টাডিজ বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, ভাষা আন্দোলনের সঙ্গে তৎকালীন জগন্নাথ কলেজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভাষা শহীদ রফিকসহ আরও অনেকে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। আর সেই জায়গায় এমন একটি শহীদ মিনার যা জাতীয় শহীদ মিনারের আদলে তৈরি নয় এবং শহীদ মিনারের যথাযথ সম্মান রক্ষা সম্ভব হচ্ছে না। আমরা দাবি জানাই, আগামী ২১ ফেব্রুয়ারির আগেই যেন শহীদ মিনার পুনর্নির্মাণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে শহীদ মিনার পুনর্নির্মাণের দাবিতে একটি স্মারকলিপি দেন।
×