ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্ধ হচ্ছে ঢাবির মাঠ বাণিজ্য

প্রকাশিত: ০২:১৮, ১৪ জানুয়ারি ২০২০

বন্ধ হচ্ছে ঢাবির মাঠ বাণিজ্য

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসহ কয়েকটি আবাসিক হলের খেলার মাঠ নিয়মিত বহিরাগত প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়ে থাকে কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি বহিরাগতদের কাছে ঢাবির মাঠ ভাড়া দিয়ে বাণিজ্য বন্ধ করার আবেদন জানিয়েছেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। আবেদনের প্রেক্ষিতে মাঠ পরিচালককে ভাড়া দেয়া বন্ধ করার নির্দেশনা দিয়েছেন ঢাবি উপাচার্য। গতকাল সোমবার বেলা তিনটার দিকে উপাচার্যের কার্যালয়ে লিখিত আবেদন করেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান লিখিত আবেদন হাতে পেয়ে সঙ্গে সঙ্গে মাঠ পরিচালককে জরুরিভাবে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। লিখিত আবেদনে তানভীর হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ভাড়া দেয়ার কারণে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারছে না। শুধু কেন্দ্রীয় খেলার মাঠ নয়, ভাড়া দেয়া হচ্ছে হলের মাঠগুলো। মাঠ ভাড়া নিয়ে মাইকে গান বাজানোর ফলে বিজ্ঞান গ্রন্থাগারে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘœ ঘটে। মাঠ ভাড়া দেয়ার কারণে বহিরাগতরাও বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগে। তাই এই মাঠ বাণিজ্য বন্ধ করতে হবে। এ বিষয়ে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠগুলো বহিরাগতদের ভাড়া দেয়া বন্ধের দাবিতে উপাচার্য বরাবর একটি চিঠি দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে উপাচার্য আজ থেকে বিশ্ববিদ্যালয় মাঠগুলো ভাড়া দেয়া বন্ধের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।
×