ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাবির ৬৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

প্রকাশিত: ১১:৪৪, ১৫ জানুয়ারি ২০২০

ঢাবির ৬৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়তি ও প্রশ্নফাঁসের অভিযোগে ৬৩ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্র্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ এ সুপারিশ জানিয়েছে। আগামী সিন্ডিকেটে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, মোট ৬৩ জনকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। তাছাড়া ৯ জনকে আগেই সাময়িক বহিষ্কার ও ১৫ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছিল।
×