ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের জমি বরাদ্দের চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ১৩:৫৩, ১৫ জানুয়ারি ২০২০

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের জমি বরাদ্দের চুক্তি স্বাক্ষর

জনকণ্ঠ ডেস্ক ॥ আবুধাবির কূটনৈতিক এলাকায় বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণে জমি বরাদ্দের ব্যাপারে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। খবর বাসসর। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আবুধাবি ন্যাশনাল এক্সিভিশন সেন্টারে মঙ্গলবার বিকেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। তিনি বলেন, চুক্তিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান স্বাক্ষর করেন।
×