ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে বাংলাদেশ-ভারত সমঝোতা স্বাক্ষর

প্রকাশিত: ০১:০৯, ১৫ জানুয়ারি ২০২০

 বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে বাংলাদেশ-ভারত সমঝোতা স্বাক্ষর

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক বিগ বাজেটের সিনেমা নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করবেন ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল। এর যৌথ প্রযোজনায় আছে বাংলাদেশ ও ভারত। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতিকাজ। চিত্রনাট্য গুছিয়ে নিচ্ছেন দুই চিত্রনাট্যকার অতুল তিওয়ারী ও শামা জায়েদী। সেইসঙ্গে এ ছবির কলাকুশলী বাছাই করার কার্যক্রমও চলমান। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই পড়শি দেশ বাংলাদেশ ও ভারত। বাংলাদেশের পক্ষে এফডিসিবি আর ভারতের পক্ষে এনএফডিসি সমঝোতায় স্বাক্ষর করে। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ইন্দো-বাংলাদেশ তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়’ সভায় এ সমঝোতা স্বাক্ষরিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেদকর। বঙ্গবন্ধু ফিল্মসিটি নির্মাণে সহায়তা করবে ভারত, এমন প্রতিশ্রুতিও দিয়েছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে বায়োপিকটি মুক্তি পাবে।
×