ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেন্টমার্টিন সাগরে ভাসছে বিশাল ‘তিমি’

প্রকাশিত: ০৬:০৬, ১৬ জানুয়ারি ২০২০

  সেন্টমার্টিন সাগরে ভাসছে বিশাল ‘তিমি’

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সমুদ্রে বিশাল আকৃতির একটি মৃত ‘তিমি’ মাছ ভাসতে দেখেছেন পর্যটক ও স্থানীয়রা। জেলে, ভ্রমণে আসা পর্যটক ও স্থানীয় লোকজন ভাসমান ‘বালেন’ প্রজাতির তিমি মাছটি দেখতে ট্রলার নিয়ে ভিড় করছে সাগরে। পৃথিবীর জল স্থলে সবচেয়ে বড় প্রাণী এই তিমি মাছটি ভাসমান অবস্থায় বুধবার দুপুরে সকলে দেখতে পায় সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে। পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সকালে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে যাবার সময় মাঝ পথে সমুদ্রে বিশাল আকৃতির একটি তিমি দেখা গেছে। এই তিমি মাছটি প্রথমে চোখে পড়ে পর্যটকদের। পরে মূহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে জাহাজে থাকা পর্যটকদের সবাই ছুটে যান সেটিকে এক নজর দেখতে। মৃত তিমি মাছটি ৪০ ফুট লম্বা হতে পারে বলে সবার ধারণা। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সমুদ্রে তিমির মৃতদেহের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে দলছুট হয়ে তিমি মাছটি সেন্টমাটিনের কাছাকাছি এসেছে এবং তাপমাত্রার তারতম্যের কারণে মারা গেছে।
×