ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে কাজ করতে হবে

প্রকাশিত: ০৬:০৭, ১৬ জানুয়ারি ২০২০

  মুজিববর্ষকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে কাজ করতে হবে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে এ দেশ কোনদিনই স্বাধীন হতোনা। তাই জাতিসংঘ আমাদের বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে তারাও মুজিববর্ষ পালন করতে যাচ্ছে। আমাদেরও মুজিববর্ষকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে উন্নয়নমূলক কর্মকান্ডের ধারা অব্যাহত রাখতে হবে। আজ বৃহস্পতিবার সকালে বরিশাল সার্কিট হাউজের ধাঁনসিড়ি সভা কক্ষে বরিশাল বিভাগের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আমার সময়ে আপনাদের কোন কাজে আমি বিন্দু মাত্র শিথীলতা দেখতে চাই না। আইন, বিধি-বিধানের মতো কাজ করলে হবেনা। আমরা প্রত্যেকটা টাকা কাজের মাধ্যমে হালাল করে নেব। যে ভাল কাজ করবেন তিনি ভাল থাকবেন, নতুবা আমার সময়ে তিনি চলে যাবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে বরিশালের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করতে বলেছেন। আমি আপনাদের সমস্যার কথা শুনেছি, আমার পক্ষ থেকে আপনাদের অবকাঠামো, যানবাহনের যে সমস্যা রয়েছে যতটুকু সম্ভব আমি তা পুরন করে দেয়ার কাজ করবো। বরিশাল মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে জেলা পর্যায়ের অফিস প্রধানদের সাথে বিভাগীয় কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. নুরুল আলমের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক কাজী শামস আফরোজ, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক ডাঃ আঃ জব্বার সিকদার। বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় প্রাণী সম্পদ উপ-পরিচালক কানাই লাল স্বর্ণকার, মৎস্য দপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশে শতভাগ ইলিশ অহরহনের মধ্যে একমাত্র বরিশাল বিভাগ থেকে ৬৬ ভাগ ইলিশ সরবরাহ করা হয়ে থাকে। বর্তমানে বঙ্গোপসাগর সংলগ্ন রামনাবাদ এলাকায় ভারী শিল্প প্রতিষ্ঠান হওয়ার কারনে এখানে ইলিশের প্রবেশ বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। তাই ইলিশ সম্পদ রক্ষা করতে হলে চরমোন্তাজ এলাকার ঘাষিরহাট এলাকার ১২ কিলোমিটার নদী খনন করার জন্য বক্তারা সচিবের কাছে দাবি করেন। একইসাথে বক্তারা ইলিশ সম্পদ রক্ষার অভিযানে মৎস্য বিভাগকে আইনি ক্ষমতা দেয়ার কথা বলেন।
×