ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে বিআরটিসি বাস থেকে ৮০মণ জাটকা উদ্ধার

প্রকাশিত: ০৮:৩৭, ১৬ জানুয়ারি ২০২০

 বরিশালে বিআরটিসি বাস থেকে ৮০মণ জাটকা উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি যাত্রীবাহি বাস থেকে ৮০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এসময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে অপু নামের এক ব্যবসায়ী ও বাসের সুপারভাইজার ফয়সালকে আটক করেছে পুলিশ। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে যশোর যাওয়ার পথে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বরিশাল সদর উপজেলার দিনারেরপুল এলাকায় আটক করা হয়। বরিশাল বন্দর (সাহেবেরহাট) থানার এসআই মেহেদী হাসান জানান, বাসটি থেকে ৮০ মণ জাটকা উদ্ধার এবং ব্যবসায়ী ও বাসের সুপারভাইজারকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে বাসটিতে যাত্রী থাকার কারণে ছেড়ে দেয়া হয়। উদ্ধারকৃত জাটকা ইলিশ ও আটক দুইজনকে মৎস্য বিভাগের নির্দেশে বরিশাল সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সোর্পদ করা হবে। জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, জাটকাগুলো ভোলার চরফ্যাশন উপজেলার জনৈক ব্যবসায়ী শাহাবুদ্দিন যশোরে পাচার করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
×