ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে পাঁচটি পদের বিপরীতে ১৭ জন প্রার্থীর প্রতিদ্বন্ধীতা

প্রকাশিত: ০৮:৩৯, ১৬ জানুয়ারি ২০২০

 বরিশালে পাঁচটি পদের বিপরীতে ১৭ জন প্রার্থীর প্রতিদ্বন্ধীতা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পাঁচটি পদের বিপরীতে ১৭জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্ধীতা করছেন। পদগুলো হলো-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করা জাতীয়তবাদী আইজীবী ফোরামের সদস্যরা দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধীতাকারী হচ্ছেন-এ্যাডভোকেট মহসিন মন্টু, মজিবর রহমান নান্টু ও মোঃ শহিদ হোসেন। সিনিয়র সহ-সভাপতি পদের চারজন প্রার্থীরা হলেন-এ্যাডভোকেট অসিম কুমার বাড়ৈ, মেহেদী হাসান শাহিন, মোঃ আহসান উদ্দিন সরদার বাদশা ও কাজী এনায়েত হোসেন। সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন-এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন আহমেদ পান্না ও এসএম সাদিকুর রহমান লিঙ্কন। যুগ্ম সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন-এ্যাডভোকেট কাজী বসির উদ্দিন, সুফিয়া আক্তার, আজাদ হোসেন ও শাহ্ আমিনুল ইসলাম আমিন। সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীরা হলেন-এ্যাডভোকেট শেখ হুমাউন কবীর মাসুদ, আবুল কালাম আজাদ ইমন ও মোঃ মাহমুদ হোসাইন আল-মামুন। উল্লেখ্য, দীঘ ১৫ বছর বছর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমন্বয়কারী এ্যাডভোকেট আলী হায়দার বাবুলের অক্লান্ত পরিশ্রম ও সাংগঠনিক তৎপরতার কার্যক্রমে কেন্দ্রীয় কমিটি এ নির্বাচনের মাধ্যমে বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্বচ্ছ গণতান্ত্রিক পন্থায় কার্যকরী কমিটি গঠণ করার সিদ্ধান্ত গ্রহন করেন। এ লক্ষ্যে বরিশাল আইনজীবী সমিতির ইতিহাসে এই প্রথম ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটির নেতৃবৃন্দ দল পরিচালনা করবেন। নির্বাচন পরিচালনা ও সফলভাবে শেষ করতে এ্যাডভোকেট আব্দুল খালেক মোল্লাকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়। নির্বাচনে ২০৩ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পাঁচটি পদের প্রার্থীকে বিজয়ী করবেন।
×