ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে সওজ’র উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৮:৪০, ১৬ জানুয়ারি ২০২০

 সীতাকুন্ডে সওজ’র উচ্ছেদ অভিযান

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥চট্টগ্রামের সীতাকুন্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের জায়গা অবৈধ ভাবে দোকান, মার্কেট ও শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবসায়ীরা দখল নেওয়ার স্থান দখল মুক্ত করেছে সড়ক ও জনপদ বিভাগ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী হাজী টিএসি উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন থেকে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী ম্যাজিস্টেট ও উপ সচিব মনোয়ারা বেগমের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা হয়। এতে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের সীতাকু-ের সহকারী প্রকৌশলী গোলাম ফারুক, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন ও উপ সহকারী প্রকৌশলী আবুল কাসেম। প্রাথমিক পর্যায়ে ভাটিয়ারি থেকে কদমরসুল প্রায় ৩কিলোমিটার এলাকায় পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ ভাবে দখল করে দোকান পাট, মার্কেট ও শিপ ব্রেকিং ইয়ার্ডের বিভিন্ন ব্যবসায়ীরা মালামাল রেখে পথচারী চলাচল ও গাড়ি চলাচলে বিঘœ ঘটাচ্ছে প্রতিনিয়ত। এরই প্রেক্ষিতে গত তিন মাস আগে সড়ক ও জনপদ বিভাগ থেকে সড়ক ও জনপদের জায়গায় দখলমুক্ত করার জন্য নোটিশ জারি করে। সর্বশেষ গত ০৭ জানুয়ারী সড়ক ও জনপদ বিভাগ থেকে মাইকিং করা হয়। মাইকিং করার এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও অবৈধ দখলদাররা দখলমুক্ত না করায় এ উচ্ছেদ অভিযান। মাইকিং বলা হয়েছিল আগামী ১৫ জানুয়ারীর মধ্যে সড়ক ও জনপদ বিভাগের জায়গাটি ছেড়ে না দিলে ১৬ জানুয়ারী থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। বৃহস্পতিবার থেকে এই অভিযান শুরু হয়। আর ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের সীতাকুন্ডের সহকারী প্রকৌশলী গোলাম ফারুক জানান,“ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পার্শ্বে ব্যবসায়ীরা সড়ক ও জনপদের জায়গা দিন দিন দখলে নিয়ে যাচ্ছে। এর কারণে সড়কের পাশে পথচারী ও গাড়ি চলাচলে বিঘœ ঘটছে। অনেক সময় সড়ক দূর্ঘটনা ঘটে প্রাণ হারাচ্ছে পথচারী। এরই প্রেক্ষিতে আমরা অবৈধ ভাবে দখলদারকে দখলমুক্ত করার জন্য নোটিশ ও মাইকিং করেছি। এর পরই অবৈধ দখলদাররা দখলমুক্ত না করায় বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্টেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু করি । এই অভিযান আমরা অব্যাহত রাখবো। কাউকে সড়কের জায়গা দখল করতে দিবো না।”
×