ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পটিয়ায় অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ০৫:৩৮, ১৭ জানুয়ারি ২০২০

পটিয়ায় অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআর্টি গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১ পরিবারের নগদ ও মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রাতেই আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে মেহেরআর্টি গ্রামের আবদুল মান্নান, সাহাব উদ্দিন, মো. ফোরকান, রবিউল হোসেন, মনির আহমদ, আবুল কালাম, আবদুল গণি, শাহ আজিজ, মো. লোকমান, আবু বক্কর ও মো. সেলিমের ঘর পুড়ে গেছে। জানা গেছে, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআর্টি গ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়লে ১১ পরিবারের নগদ অর্থসহ অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। পটিয়া ফায়ার সার্ভিসের লিডার দীপক দাশ জানিয়েছেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আওয়ামী লীগের নেতারা নগদ অর্থ ও কম্বল বিতরণ করেছেন।
×