ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে মাদক সম্রজ্ঞী মিনু ও সহযোগি গ্রেফতার

প্রকাশিত: ০৭:৪৮, ১৭ জানুয়ারি ২০২০

সীতাকুন্ডে মাদক সম্রজ্ঞী মিনু ও সহযোগি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড(চট্টগ্রাম)॥ চট্টগ্রামের সীতাকুন্ডের মাদক সম্রাজ্ঞী বলে খ্যাত মিনুয়ারা আক্তার মিনু(৫৮)নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ সময় র‌্যাব মিনুর সহযোগি মো.জামাল হোসেন(৫০)নামে অপর একজনকেও গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মিনু উত্তর সোনাইছড়ি সোনার পাড়া এলাকার ফজলুল হকের স্ত্রী হলেও মাদক ব্যবসার সুবাধে ছোট কুমিরা বাইপাস সড়ক দেলী পাড়া মসজিদ সংলগ্ন এলাকায় সরকারি জায়গা দখল করে বসবাসের পাশাপাশি মাদক ব্যবসা নিয়ন্ত্রন করে। শুক্রবার সকালে র‌্যাবের একটি আভিযানিক টিম মাদক ব্যবসারস্থল সোনার পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করেন এবং বিকালে মাদক দ্রব্য আইনে মামলা পরবর্তী সীতাকুন্ড থানায় জদ্বকৃত মাদকসহ আসামিদের হস্তান্তর করেন। র‌্যাব-৭ সহকারি পরিচালক মিডিয়া মাহমুদুল হাসান মামুন জানান,‘সীতাকুন্ডের কুমিরায় দীর্ঘদিনের মাদক সম্রাজ্ঞী নামে খ্যাত মিনুয়ারা আক্তার মিনুর বাড়ির ভিতর কতিপয় ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে জেনে র‌্যাব-৭ এর আভিযানিক একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মিনু ও তার সহযোগিরা পালানোর চেষ্টাকালে অন্যরা পালিয়ে গেলেও মিনু আক্তার ও তার সহযোগি জামালকে র‌্যাব আটক করতে সক্ষম হন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেহ তল্লাশী করে মিনু আক্তারের কাছ থেকে মহিলা র‌্যাব সদস্য দ্বারা দেহ তল্লাশি করে সাথে থাকা শপিং ব্যাগের ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৯৬৭ পিস ট্যাবলেট এবং অপর আসামি জামালের হাতে থাকা প্লাস্টিকের শপিং ব্যাগের ভিতরে কাগজে মোড়ানো অবস্থায় ১.১৫০ কেজি (৫০০ পুরিয়া) গাঁজা উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের কাছে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৪ লক্ষ ৯৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে। সীতাকুন্ড থানা আসামিকে জেল হ্জাতে প্রেরণ করবে।”
×