ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানুষের সঙ্গে কথা বলবে টেসলা গাড়ি

প্রকাশিত: ০৯:১৫, ১৮ জানুয়ারি ২০২০

 মানুষের সঙ্গে কথা বলবে  টেসলা গাড়ি

ভবিষ্যতে পথচারীদের সঙ্গে কথা বলবে টেসলা গাড়ি। ওই ফিচারের সাহায্যে প্রয়োজনে পথচারীদের গাড়িতে চড়তে এবং রাস্তা ছাড়তে বলতে পারবে গাড়ি। অন্তত সেদিকেই ইঙ্গিত দিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। টুইটারে বিষয়টি জানিয়ে এক ভিডিও শেয়ার করেছেন মাস্ক। ওই ভিডিওতে টেসলা গাড়িকে পথচারীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। মাস্ক জানিয়েছেন, বিদ্যুতচালিত গাড়িতে শীঘ্রই আসতে পারে ফিচারটি। -খবর গালফ নিউজের। ‘সামনে থেকে আপনি চাইলে মানুষের সঙ্গে কথা বলবে টেসলা। এটি আসলেই সত্যি।’- টুইটে লিখেছেন টেসলা প্রধান। ওই টুইটে জুড়ে দেওয়া ভিডিওটিতে দেখা গেছে, মানুষের পাশ দিয়ে যাওয়ার সময় টেসলা গাড়ি বলে উঠছে, ‘ওভাবে দাঁড়িয়ে থাকলে হবে? গাড়িতে চড়ো।’ ফিচারটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হবে কিনা তা এখনও জানা যায়নি। হতে পারে শুধু রেকর্ডিং বাজিয়েই শেষ হয়ে যাবে ফিচারটির কাজ, আবার হয়তো মিলতে পারে এআই প্রযুক্তির দেখা।
×