ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গণতন্ত্রী পার্টির জাতীয় সম্মেলন উপলক্ষে গাজীপুর জেলা কমিটির বর্ধিত সভা

প্রকাশিত: ১৩:০১, ১৮ জানুয়ারি ২০২০

গণতন্ত্রী পার্টির জাতীয় সম্মেলন উপলক্ষে গাজীপুর জেলা কমিটির বর্ধিত সভা

গণতন্ত্রী পার্টি গাজীপুর জেলা শাখার উদ্যোগে সদর বোর্ডবাজারে পার্টির অস্থায়ী কার্যালয়ে শুক্রবার বিকেলে আগামী জাতীয় সম্মেলন উপলক্ষে জেলা কমিটির বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রীপার্টি মুক্তিযুদ্ধের ধারায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত ও সমাজতান্ত্রিক দেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। আর মুজিববর্ষে বাংলাদেশের সামনে কর্তব্য গরিব, কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাওয়া। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষে অনেকদূর এগিয়েছেন। তিনি বলেন, আজ বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ বলেন, পার্টির আগামী সম্মেলন হবে একটি শক্তিশালী গণতন্ত্রীপার্টি গঠনের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে ’৭১’র ৩০ লাখ শহীদের স্বপ্নপূরণের জন্য শোষণমুক্ত, সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করা। পার্টির গাজীপুর জেলা শাখার সভাপতি মনোজ কুমার গোস্বামির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আবুল কাসেমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্বা এমএ গনি, সফিরেজা নুর মজুমদার, আবদুল আলীম, বাদল সরকার, বীর মুক্তিযোদ্ধা শেখ গনি, সুশান্ত দেবনাথ, আসাদুজ্জামান সুজন প্রমুখ। -বিজ্ঞপ্তি।
×