ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে ১৫ হাজার চারায় রক্ষায় সৃজিত বাগান নজর কাড়ছে

প্রকাশিত: ০৪:৫০, ১৮ জানুয়ারি ২০২০

নীলফামারীতে ১৫ হাজার চারায় রক্ষায় সৃজিত বাগান নজর কাড়ছে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রকৃতি যারা ভালোবাসেন তাদের জন্য এক নিরিবিলি স্থান হিসেবে গড়ে উঠেছে স্থানটি। বিকেল হলে এলাকার ছেলে-মেয়েরা ঘুরতে আসেন নানা প্রজাতির গাছে সাজানো গামের মেঠো পথের বাগানে। পরিচিত হন গাছগুলোর সঙ্গে। রাক্ষায় দুধারে ও খালের পাড়ে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির চারা। যত্ন পেয়ে মাত্র ৬ মাসে লকলকিয়ে বেড়ে উঠেছে সেসব চারা। ফলে সৌন্দর্যের ঝিলিক দিচ্ছে প্রায় ১৫ হাজার প্রজাতির লাগানো চারার বাগানটি। নজর কাড়ছে পথচারীসহ সবার। নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট পেরিয়ে একটু এগুলেই মিলবে সেই গাছের বাগান। সারি সারি গাছ এখন বেড়ে উঠছে পরম পরিচর্যায়। গাছগুলো গরু ও ছাগল থেকে অনেকটা বিপদমুক্ত। ৫ থেকে ৬ ফুটের বেশি লম্বা হয়েছে। বৃহত্তর রংপুর জেলায় টেকসই সামাজিক বনায়ন উন্নয়ন প্রকল্পের আওতায় (২০১৮-১৯) অর্থবছরে গাছের চারাগুলো উপকারভোগীর মাধ্যমে ওই ইউনিয়নের এস৭টি৫ খালের খাতামধুপুর মাঝাপাড়া হতে পোড়াখামার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার জায়গায় লাগানো হয়। গাছের মধ্যে রয়েছে আকাশমনি, মেহগিনি, বকাইন, হরিতকি, বহেরা, অর্জুন, জামরুল, নিম, জাম, কাঁঠাল, জলপাই, পিটালি প্রভৃতি। এসব গাছ দেখাশুনার দায়িত্ব পালন করছেন চার নারীসহ এক পুরুষ ওয়াচার। তারা প্রতিমাসে মাত্র ২ হাজার টাকার বিনিময়ে এসব গাছ দেখভাল করছেন। আজ শনিবার নারী ওয়াচার আয়রাতন (৩৮) জানান, বাগানের গাছপালা দেখে প্রাণ জুড়িয়ে যায়। বাগানের গাছপালা দেখে প্রতিমাসে যে সামান্য টাকা পাই তাতে দুঃখ নেই। কারণ অজানা-অচেনা গাছের সঙ্গে পরিচিত হতে পারছি। নির্দিষ্ট সময়ের পর এসব গাছ বিক্রি করে লভ্যাংশ পাবেন ৭৫ জন উপকারভোগী, ইউনিয়ন ও সংশ্লিষ্ট দপ্তর। উপকারভোগী বৈরাগীপাড়ার সুশান্ত, ডাঙ্গী চৌধুরীপাড়ার ইসাহাক আলী, জনাব আলী, রাখালপাড়ার ক্ষিতিশ চন্দ্র রায় ও খালিশার হান্নান জানান, পরিত্যক্ত জায়গায় নানা জাতের এসব চারা লাগিয়ে সবাই পরিচর্যা করছি। সন্তানের মতো লালন-পালন করে চলেছি। কারণ একদিন লাভের অংশতো আমরাই পাবো। ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী জানান, সৈয়দপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়ার পরামর্শে ও স্থানীয় সামাজিক বনায়ন নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতায় রাস্তা ও খালের দুধারে বনায়ন সৃষ্টি করা হয়েছে। দুর্লভ ওষুধী গাছের চারাও লাগানো হয়েছে বাগানে। পরিশ্রম ও আন্তরিকতা থাকলে যে ফল আসে তার প্রমাণ আমার ইউনিয়নের সৃজিত বাগান। সৈয়দপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, ইউপি চেয়ারম্যান ও এলাকার মানুষের আগ্রহের কারণে ওই বাগান সৃজন করা হয়েছে। উপকৃত হবেন এলাকার মানুষ। তাই তারা খুব আদরে বড় করছেন গাছগুলোকে। তিনি বলেন, এসব গাছের কারণে পাশের জমিওলার ক্ষতি হলেও বৃহৎ স্বার্থে জমির মালিকরা তা মেনে নিয়েছেন। উপকারভোগী, ওয়াচারের পাশাপাশি তাদের ভ‚মিকাও কম না। তিনি বলেন, ইতোমধ্যে দৃষ্টিনন্দন বাগানটি পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তারা। সবাই বেকার যুবকদের জন্য এটি অনুকরণীয় হতে পারে বলে মত দিয়েছেন। পরিপূর্ণ হবার পর যখন কাটা হবে তখন উপকারভোগীরা এর সুফল বুঝতে পারবেন বলে জানান তিনি।
×