ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে বিচারবহির্ভূত হত্যা আমেরিকার চেয়ে কম : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ জানুয়ারি ২০২০

দেশে বিচারবহির্ভূত হত্যা আমেরিকার চেয়ে কম :  পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অসত্য তথ্য ফলাও করে প্রচার করা হচ্ছে। আমেরিকার মতো উন্নত দেশের তুলনায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা বাংলাদেশে অনেক কম। আজ শনিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও তথ্য কমিশন যৌথভাবে ‘তথ্য অধিকার আইন-২০০৯ ও অনলাইন ট্র্যাকিং সিস্টেম অবহিতকরণ’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও চায় না। দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হাতে গোনা কয়েকটি হয়। অনেক সংবাদমাধ্যমে অসত্য তথ্য প্রচার হচ্ছে। কিন্তু তথ্য অধিকার আইনের মাধ্যমে সঠিক তথ্যের নিশ্চয়তা দিয়েছে সরকার। এর আগে (১৭ জানুয়ারি) সিলেট-১ আসনে গত ১ বছরে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
×