ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীকে সমর্থন জানালো পরিবহন মালিক-শ্রমিকরা

প্রকাশিত: ০৭:২১, ১৮ জানুয়ারি ২০২০

আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীকে সমর্থন জানালো পরিবহন মালিক-শ্রমিকরা

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে ব্যারিস্টার ফজলে নূর তাপসকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন পরিবহন মালিক শ্রমিকরা। শনিবার রাজধানীর গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে আয়োজিত এক সভায় এ সমর্থনের কথা ঘোষণা করেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। এতে চার হাজারের বেশি মালিক শ্রমিক অংশ নেন। সভায় সভাপতির বক্তব্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আগামী ৩০ জানুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পরিবহন মালিক-শ্রমিকরা আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থীকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা দুই মেয়র প্রার্থীর পক্ষে সমর্থন ঘোষণা করছি। আশাকরি তারা নগরবাসীর বিপুল সমর্থন পেয়ে বিজয়ী হবেন। তিনি বলেন, পরিবহন মালিক শ্রমিকরা বিশ্বাস করে বিগত সময়ের মতো ভবিষ্যতেও ঢাকার দুই সিটির মেয়র আমাদের পাশে থাকবেন। পরিবহন ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। সেইসঙ্গে নতুন বাস নামানো, আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, পরিবহন মালিক-শ্রমিকদের উন্নয়ন সহ সার্বিক কার্যক্রমে আমরা মেয়রদের সহযোগিতা পাব। তিনি বলেন, শুধুমাত্র পরিবহন মালিক শ্রমিকরা নন তাদের পরিবারের সদস্যরাও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের ভোট দেবেন বলে আশাকরি। বৈঠকে পরিবহন নেতা সাদেকুর রহমান হিরু, হাজী আবুল কালাম, আবুল কালাম আজাদ, করম আলী প্রমুখ বক্তব্য রাখেন। বৈঠকে ঢাকার সকল পরিবহন মালিক, মহাখালী, সায়েদাবাদ, গাবতলী ও গুলিস্তান টার্মিনালের মালিক-শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।
×