ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাফুফে-এআইইউবি চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৮:৪০, ১৮ জানুয়ারি ২০২০

বাফুফে-এআইইউবি চুক্তি স্বাক্ষর

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ পুরুষ ও মহিলা জাতীয় ফুটবল দলসহ বিভিন্ন বয়সভিত্তিক পুরুষ ও মহিলা জাতীয় ফুটবল খেলোয়াড়দের এডুকেশনাল সাপোর্টসহ বিভিন্ন প্রকার সহযোগিতা প্রদানের লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এর সঙ্গে এক চুক্তি স্বাক্ষর শনিবার মতিঝিলস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, ফিফা কাউন্সিল মেম্বার, এএফসি ও বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর, ইলিয়াছ হোসেন, অমিত খান শুভ্র, সাবেক জাতীয় ফুটবলার খন্দকার ওয়াসিম ইকবাল এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এআইইউবি-এর পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান এবং ডাইরেক্টর স্পোর্টস এ্যান্ড কালচার এ্যাফেয়ার্স আব্দুল কাদের নাজমুল। অনুষ্ঠানে এআইইউবির পক্ষ থেকে বাফুফের অধীনে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সব ধরনের এডুকেশনাল সাপোর্ট দেয়া হবে বলে ব্যক্ত করেন।
×