ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অন্যত্র সড়কে নিহত ৭

বিয়ের আলোকসজ্জা দেখতে এসে প্রাণ গেল এক পরিবারের তিন নারীর

প্রকাশিত: ১১:১৩, ১৯ জানুয়ারি ২০২০

বিয়ের আলোকসজ্জা দেখতে এসে প্রাণ গেল এক পরিবারের তিন নারীর

জনকণ্ঠ ডেস্ক ॥ যশোরে বিয়ের আলোকসজ্জা দেখতে এসে লাশ হলো এক পরিবারের তিন নারী। শুক্রবার রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে যশোরের শহীদ মসিয়ূর রহমান সড়কের পাশের আকিজ গলিতে একটি প্রাচীর ও বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের বহনকারী মাইক্রো বাসটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ৩ নারী নিহত এবং এক শিশুসহ চারজন আহত হয়। দেশের অন্যত্র সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং ৩০জন আহত হয়। এদের মধ্যে সিলেটের টিলাগড়ে যুবক, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে অটোরিক্সা-লেগুনা সংঘর্ষে গৃহবধূ, পঞ্চগড়ে পুলিশ সুপার অফিসের স্টেনোটাইপিস্ট, কক্সবাজারের রামুতে একযাত্রী, সাভারের ধামরাইয়ে এক পথচারী এবং মুন্সীগঞ্জ সদর উপজেলায় এক শিশু এবং ঈশ্বদীতে এক মোটরবাইক চালক নিহত হয়। শুক্রবার রাত ও শনিবার সকালের এসব ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর স্টাফ রিপোর্টার ও সংবাদদাতার পাঠানো। যশোরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- যশোরের ঢাকা রোড বিসিএমসি কলেজ এলাকার ইয়াসিন আলীর মেয়ে তানজিলা ইয়াসমিন (২৮), তনিমা ইয়াসমিন পিয়াসা (২৫) ও পিয়াসার খালাত বোন আরএন রোড এলাকার মঞ্জুর হোসেনের স্ত্রী আফরোজা তাবাসসুম তিথি (২৬)। আহত হয়েছে পিয়াসার স্বামী শফিকুল ইসলাম জ্যোতি (২৮), আফরোজা তাবাসসুম তিথির মেয়ে মানিজুর (৩), শাহিন হোসেন (২৩) ও হৃদয় (২৮)। ইয়াসিন আলীর ভাই, নিহত দুই বোনের চাচা আব্দুল কাদের জানিয়েছেন, আগামী ২৩ জানুয়ারি তার ভাতিজী পিয়াসার বিবাহোত্তর সংবর্ধনার কথা ছিল। পিয়াসার মামা শাহিনুর রহমান ঠান্ডু সাংবাদিকদের জানান, শহরের লোন অফিসপাড়ার ব্যবসায়ী শফিকুল ইসলাম জ্যোতির সঙ্গে আদদ্বীন সখিনা মেডিক্যালের চতুর্থ বর্ষের ছাত্রী তনিমা ইয়াসমিন পিয়াসার দেড় বছর আগে বিয়ে হয়। ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পিয়াসাকে তাদের তুলে নেয়ার কথা। সে জন্য জ্যোতির বাড়িতে আলোকসজ্জা করা হয়। পিয়াসা রাতে ফোন করে জ্যোতিকে জানান, তারা আলোকসজ্জা দেখবেন এবং শহর ঘুরবেন। এ কারণে শুক্রবার রাত ১০টার দিকে জ্যোতি তার নিজস্ব মাইক্রোবাস নিয়ে বের হন। গাড়িতে পিয়াসার বোন তানজিলা, খালাত ভাইয়ের স্ত্রী আফরোজা তাবাসসুম তিথি, তার মেয়ে মানিজুর এবং জ্যোতির দুই বন্ধু হৃদয় ও শাহিন ছিলেন। তারা রাতে আলোকসজ্জা দেখে শহরে তাদের স্বজনদের দাওয়াত দিয়ে রাত সাড়ে ১২টার দিকে শহরের পালবাড়ি থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। ফেরার পথে রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে যশোর শহরের পুরাতন কসবা শহীদ মসিয়ূর রহমান সড়কের (আকিজের গলি) পাশে থাকা একটি বিল্ডিংয়ের প্রাচীর ও বিদ্যুতের খাম্বায় সজোরে আঘাত করে মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ঘটনার পর পরই পুলিশ ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) তাসমীম আলম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এদিকে যশোর জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স মোফাজ্জেল হোসেন জরুরী বিভাগের ডাক্তার কাজল মল্লিকের উদ্ধৃতি দিয়ে বলেন, হাসপাতালে আনার আগেই তিনজন মারা যান। আহত শিশুটি এখন আশঙ্কামুক্ত। সিলেট ॥ শুক্রবার রাতে শহর ও শহরতলিতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৫জন আহত হয়েছে। রাত ১১ টায় টিলাগড় পয়েন্টের স্পীডব্রেকার ক্রসিংয়ের সময় বেপরোয়াভাবে চালানো প্রাইভেটকারটি উল্টে যায়। এতে প্রাইভেটকারের ভেতরের থাকা চার বন্ধু আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নয়ন (২৭) কে মৃত ঘোষণা করেন। অন্যদিকে চালক মাহের, মেহরাব এবং রুবেল চিকিৎসাধীন আছেন। সিলেট- ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার জলকরকান্দি এলাকায় সিএনজিচালিত অটোরিক্সা ও লেগুনা সংঘর্ষে নাজিয়া আক্তার নাজু (৩০) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাজিয়া আক্তার নাজুর দুই সন্তান আহত হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে ওই সড়কের দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় ॥ ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শূটিং দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দাইমুল ইসলাম (৫০) নামের এক মোটরসাইকেল আরোহীর। শুক্রবার রাতে নিহত দাইমুল তেঁতুলিয়া থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি পঞ্চগড় শহরের ডোকরোপাড়ায় ফিরছিলেন। পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের লাল স্কুল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে তিনি পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত দাইমুল পঞ্চগড় পুলিশ সুপার অফিসের স্টেনোটাইপিস্ট হিসেবে কর্মরত ছিলেন। কক্সবাজার ॥ রামুতে মেরংলোয়া সেতুর রেলিং ভেঙ্গে বনভোজনের একটি বাস খাদে পড়ে এক যাত্রী নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের উদ্ধার করেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বনভোজনে বহনকারী ৪৫ আসনের একটি বাস ঢাকা থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। বাসটি রামু মেরংলোয়া লম্বা ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ব্যাটারি চালিত অটোকে সাইট দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে আশঙ্কাজনক কয়েকজকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রামু থানার ওসি জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সাভার ॥ ঢাকার ধামরাইয়ে নীলাচল পরিবহনের একটি বাসের চাপায় ইমরান (১২) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত ইমরান ঢাকা জেলার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। জানা গেছে, শনিবার সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় রাস্তা পার হচ্ছিল ইমরান। এ সময় পাটুরিয়াগামী নীলাচল পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আহতাবস্থায় ইমরানকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধামরাই থানার দায়িত্বরত এসআই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মুন্সীগঞ্জ ॥ বালুবোঝাই ট্রলির ধাক্কায় মোঃ আসিফ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার আদারিয়াতলায় এ ঘটনা ঘটে। সদর থানার ওসি (তদন্ত) জানান, বাড়ির সামনে খোলা জায়গায় খেলছিল আসিফ। এ সময় বালুবোঝাই ট্রলি পাশের একটি দেয়ালে ধাক্কা দেয়। দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে আসিফ। পরে আসিফকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঈশ^রদী ॥ ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানের প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক রেজাউল মালিথা (৪০) নিহত হয়েছেন। তিনি সাহাপুর ইউনিয়নের দিঘা গ্রামের মতিউর রহমানের ছেলে। শনিবার দুপুরে ঈশ^রদীর প্রত্যন্ত অঞ্চল সাহাপুর ইউনিয়নের বক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানের প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ঈশ^রদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×