ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নর্দান সিটি কলেজ

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, লুটপাটের ঘটনার বিচার দাবি

প্রকাশিত: ১২:৪৪, ২০ জানুয়ারি ২০২০

 বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, লুটপাটের ঘটনার বিচার দাবি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় ঢাকা নর্দান সিটি কলেজে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর এবং ভবনের মালামাল লুটপাটের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। দুই যুগের বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে চলমান এ কলেজটি স্বার্থান্বেষী মহলের হাত থেকে বাঁচাতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। আকস্মিক সন্ত্রাসী তান্ডবে শিক্ষা প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা তৈরি হওয়ায় এখন দুই শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জিডি গ্রহণ করলেও মামলা গ্রহণ করেননি। তাই আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। রবিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি জানানো হয়।
×