ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নির্বাচনী সংবাদ সংগ্রহ

২৭ জানুয়ারির মধ্যে সাংবাদিকদের আবেদনের অনুরোধ ইসির

প্রকাশিত: ১২:৪৯, ২০ জানুয়ারি ২০২০

২৭ জানুয়ারির মধ্যে সাংবাদিকদের আবেদনের অনুরোধ ইসির

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনী সংবাদ সংগ্রহে আগামী ২৭ জানুয়ারির মধ্যে সাংবাদিক এবং সংশ্লিষ্টদের আবেদন করতে বলেছে ইসি সচিবালয়। রবিবার এক খবর বিজ্ঞপ্তিতে ইসি সচিবালয় জানায়, নির্বাচনী সংবাদ সংগ্রহে ইচ্ছুক সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন অনুষ্ঠানের পাঁচদিন আগেই অর্থাৎ আগামী ২৭ জানুয়ারি মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয় বরাবরে আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে সংবাদ মাধ্যমের নিউজ এডিটর/চীফ রিপোর্টার আবেদন করবেন। আবেদনের সঙ্গে সাংবাদিক ও সংশ্লিষ্টদের সংবাদ মাধ্যমের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সদ্যতোলা এক কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি এবং প্রযোজ্যক্ষেত্রে পিআইডি এ্যাক্রিডিটেশন কার্ডের ফটো কপিসহ আবেদন করতে হবে। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা হতে যৌক্তিক সংখ্যক সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যু করা হবে। প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবাদ মাধ্যমগুলো ঢাকা কেন্দ্রিক হওয়ায় অন্যান্য নির্বাচনের চেয়ে এ নির্বাচনে অধিক সংখ্যক সাংবাদিক সংবাদ সংগ্রহ করবে বলে ইসি আশা করছে।
×