ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটির সাজেকে প্রতিপক্ষের হাতে ফের এক যুবক খুন

প্রকাশিত: ০৯:৫১, ২১ জানুয়ারি ২০২০

রাঙ্গামাটির সাজেকে প্রতিপক্ষের হাতে ফের এক যুবক খুন

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ ২৪ ঘণ্টার ব্যবধানে রাঙ্গামাটির দূর্গম বাঘাইছড়ি উপজেলার আওতায় সাজেক থানার নাঙ্গলমারা নামক পাহাড়ি পল্লীতে প্রতিপক্ষের দায়ের কোপে ভাগ্যধন চাকমা (৩৩) নামে আরো এক যুবক খুন হয়েছ্। এই নিয়ে শুধু বাঘাইছড়ি উপজেলায় ৩ যুবক নিহত হলো। পুলিশ ও ভাগ্যধনের পরিবার সূত্রে জানা গেছে সোমবার রাত ১টার সময় ৫/৬ জনের একদল যুবক এসে ভাগ্যধনকে ঘুম থেকে তুলে রাস্তা দেখিয়ে দেয়ার কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে সেই আর ঘরে না ফেরায় নিহতের স্ত্রী জবা রানী এলাকাবাসীকে নিয়ে তাকে খোঁজাখুজি শুরু করে । মঙ্গলবার এলাকাবাসীরা তার ঘরের নিকট থেকে ২কিলোমিটার দূরে পাহাড়ের জঙ্গলে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পেছে সাজেক থানা পুলিশকে খবর দেয় । পুলিশ ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে ওইদিন দুপুরে ময়না তদন্তের জন খাগড়াছড়ি হাসপাতালে পাঠিয়ে দেয়। বাঘাইছড়ির এএসপি সার্কেল আবদুল আইয়াল চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে দাঁড়ালো আস্ত্রের আঘাতে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা রবিবার দুপুরে বাঘাইছড়ির সীমান্ত এলাকা বান্দুরছড়ি এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে জেএসএস লারমা গ্রুপের পা-ব্ চাকমা ওরফে কার্তিক (৩৩) ও অর্জুন চাকমা(৩৫)।নামে ২ নেতা নিহত হয়েছে। এলাকার আধিপত্য বিস্তারের ঘটনায় আবার ও ভ্রাতৃঘাতি সংঘাত বাঘাইছড়িতে প্রকট আকার ধারণ করেছে । যার ফলে পাহাড়ি পল্লীতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এই ঘটনা নিয়ে গত কয়েক মাসে শুধু রাঙ্গামাটি জেলায় পতিপক্ষের হাতে ১০ ব্যক্তি নির্মম ভাবে খুন হয়েছে।
×