ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেজাউল করিম খোকন

কঙ্গনার ‘পাঙ্গা’

প্রকাশিত: ০৭:২৭, ২৩ জানুয়ারি ২০২০

  কঙ্গনার  ‘পাঙ্গা’

বলিউডে খেলাধুলা নিয়ে আজকাল অনেক সিনেমা হচ্ছে। ফুটবল, ক্রিকেট, হকি, বক্সিং, রেসলিংসহ বিভিন্ন ইভেন্টের ক্রীড়াকে কেন্দ্র করে গত এক-দেড় দশকে অনেক আলোচিত ব্যবসা সফল স্পোর্টস ড্রামা ফিল্ম হয়েছে বলিউডে। এ প্রসঙ্গে লাগান, চাক দে ইন্ডিয়া, ধন ধানাধন গোল, দঙ্গল, সুলতান, মেরি কম, ভাগ মিলখা ভাগ, গোল্ড, সুরমা, আজহার, মুক্কাবাজ, শচীন, এক বিলিয়ন ড্রিমস, পাতিয়ালা হাউজ, পান সিং টোমার, জাননাত, ‘দিন বোলে হাড়িপ্পা’, ‘আওয়াল নাম্বার’, ‘জে জিতা ঔহি সিকান্দার’, ‘এমএস ধোনি : ‘দ্য আনটোল্ড’ ‘ইকবাল’ প্রভৃতির কথা বলা যায়। এ ছবিগুলোর মধ্যে সবই যে বক্স অফিস কাঁপিয়েছে ‘স্টোরি’ কিংবা দর্শক সমালোচকদের প্রশংসা অর্জন করেছে সমানভাবে তা কিন্তু বলা যাবে না। আগামী সপ্তাহে আসছে আরও একটি নতুন স্পোর্টস ড্রামা ফিল্ম ‘পাঙ্গা’। ভারতের জাতীয় পর্যায়ের একজন বিখ্যাত নারী কাবাডি খেলোয়াড়ের বাস্তব জীবনের নাটকীয় হৃদয় স্পর্শী বিভিন্ন ঘটনাবলী নিয়ে ‘পাঙ্গা’ ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে। জয়া নিগম নামের একজন কৃতী কাবাডি খেলোয়াড়ের সংগ্রামী জীবন, চেষ্টা, অধ্যবসায়, সব বাধাবিপত্তি প্রতিকুলতা অতিক্রম করে নিজেকে একটি সফল জায়গায় প্রতিষ্ঠিত করার গল্প তুলে ধরা হয়েছে এ ছবিতে। একজন মানুষের জীবনে সাফল্য অর্জনের পেছনে পরিবারের সবার সহযোগিতা ও ভালবাসা কতটা গুরুত্বপূর্ণ- এটা ‘পাঙ্গা’ ছবিতে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। একজন নারী কাবাডি খেলোয়াড়ের বায়োপিক বলা চলে ছবিটিকে। এ ছবির পরিচালক অশ্বিনী আয়ার তিওয়ারী। ইতোপূর্বে বারেলি কী বরফি’, ‘নিল বাতে সান্নাতা‘ ছবি দুটি পরিচালনা করেছেন। তার স্বামী নিতেশ তিওয়ারিও বলিউডের একজন সফল চিত্রপরিচালক হিসেবে সুনাম অর্জন করেছেন। তার পরিচালিত ছবিগুলোর মধ্যে রয়েছে চিলার পার্টি, ভুতনাথ রিটার্নস, দঙ্গল, চিচোঁরে। ‘পাঙ্গা’ ছবিটি নিয়ে মুক্তির আগেই বলিউডে নানাভাবে আলোচনার সৃষ্টি হয়েছে। কারণ এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডের একজন বিতর্কিত আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওত। কঙ্গনা ইতোপূর্বে বিভিন্ন ছবিতে বিচিত্র ধরনের চরিত্রে অনবদ্য, অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। গ্যাংস্টার থেকে শুরু করে ওই লামহে, লাইফ ইন এ মেট্রো, ‘ফ্যাশন’, ‘রাজ : দ্য মিস্ট্রি কন্টিনিউস, কাইটস, ‘ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই’, নো প্রবলেম, তানু ওয়েডস মানু, গেম, ডাবল ধামাল, রাস্কেলস, কৃষ থ্রি, রাজ্জো, কুইন, রিভলবার রানী, উঙ্গলি, ভানু ওয়েডস মানু রিটার্নস, কাট্টি বাট্টি, রাংগুন, সিমরান, মনিকার্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’, ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ প্রভৃতি ছবিতে কঙ্গনার বৈচিত্র্যময় চরিত্র রূপায়ণ দর্শকদের মুগ্ধ এক চমকিত করেছে। এবার ‘পাঙ্গা’ ছবিতে একজন জাতীয় পর্যায়ের সফল নারী কাবাডি খেলোয়াড়ের জীবনে নানা চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাতের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ এক সন্তানের জননী হয়েও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে কীভাবে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আপন দেশকে সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন তা অত্যন্ত কাছ থেকে দেখার চেষ্টা করা হয়েছে। জয়া নিগম চরিত্রে নিজেকে মানিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করেছেন। যারা ইতোমধ্যে ‘পাঙ্গা’ ছবির ট্রেলর দেখেছেন তারা কঙ্গনার নতুন আরেক রূপ দেখে আলোড়িত হয়েছেন। বলিউডের ঠোট কাঁটা স্বভাবের মেয়ে হিসেবে পরিচিত কঙ্গনা আসলেই অভিনেত্রী হিসেবে যষেষ্ট সিনসিয়ার এবং সিরিয়াস। এটা তার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষরাও স্বীকার করেন। ‘পাঙ্গা’ ছবিতে একজন নারী কাবাডি খেলোয়াড়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর কঙ্গনা ব্যাপারটিকে সিরিয়াসলি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। একটানা কয়েক মাস প্রশিক্ষকের কাছে কাবাডির কলাকৌশল রপ্ত করেন নিয়মিত প্রাকটিসের মাধ্যমে। একজন মা, একজন গৃহবধূ সংসার চাকরি বাকরি সামলেও কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়ার পথ ধরে সব ধরনের প্রতিকূলতা অতিক্রম করেন তার হৃদয়ের যাবতীয় আবেগ-অনুভূতি সঙ্কল্প পূরণের একাগ্রতা সবকিছুই নিজের মধ্যে ধারণের চেষ্টা শুরু করেন। সব মিলিয়ে ‘পাঙ্গা’ কঙ্গনার অভিনয় জীবনে আরেকটি দুর্দান্ত চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ ছবিতে তার সঙ্গে আরও রয়েছেন জামি গিল, নীনা গুপ্তা, রিচা চাড্ডা প্রমুখ। গত বেশ কিছু সিনেমায় প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পেয়ে অনেকটা হতাশার মধ্যে রয়েছেন কঙ্গনা। এখন বড় ধরনের সাফল্যের জন্য মুখিয়ে আছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। ‘পাঙ্গা’ তার প্রত্যাশা কতটা পূরণ করবে- সেটাই হলো এখন দেখার বিষয়।
×