ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্কার জয়ের ক্যাটাগরি

প্রকাশিত: ০৭:২৮, ২৩ জানুয়ারি ২০২০

  অস্কার জয়ের ক্যাটাগরি

বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের গায়ে এখন জ্বর। আসছে মাসের ৯ তারিখে অনুষ্ঠিত হবে ৯২তম অস্কার আসর। সিনেওয়ার্ল্ডের সব থেকে মর্যাদার আসর এবং প্রাপ্তির স্থান হচ্ছে এটি। সিনেমাখোররা এখন ব্যস্ত কোন সিনেমা কয়টা অস্কার মনোনয়ন পেল সেসব নিয়ে। ১১টি বিভাগে মনোনয়ন নিয়ে জোকার আছে এই তালিকায় সবার উপরে। জোয়াকিম ফিনিক্সের এই ছবি সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা সহ মোট ১১টি বিভাগে পেয়েছে মনোনয়ন। কিন্তু অস্কারের এই মনোনয়ন কিভাবে কাজ করে? প্রথমত অস্কারে জায়গা পেতে হলে কোন সিনেমাকে ক্যালিফোর্নিয়ার যে কোন সিনেমা হলে ১ সপ্তাহের জন্য প্রদর্শিত হতে হবে। নেটফ্লিক্সের সিনেমাগুলো অনেক সময় নিয়ম রক্ষার খাতিরে কোনরকম এক সপ্তাহে থিয়েটারে চলে। আর এ জন্যই অনেকে নেটফ্লিক্সের সিনেমাকে পূর্ণাঙ্গ সিনেমা বলতে নারাজ। বিদেশী ভাষার চলচ্চিত্রও যদি হলে প্রদর্শিত হয় তাহলে সেটিও বিদেশী ভাষার সিনেমা বাদে অন্য বিভাগে অংশ নিতে পারবে। আর বিদেশী ভাষার ক্ষেত্রে প্রতি দেশের একটি সিনেমা পাঠায় কমিটি। সেখান থেকেই কয়েকটি সিনেমাকে রাখা হয়। অস্কার একাডেমির সদস্য বর্তমানে ৭ হাজার থেকে ৮ হাজার বা তারও বেশি। ভিন্ন দেশ ভিন্ন ভাষার হলেও সবার মধ্যে একটি মিল আছে। এরা সবাই কোন না কোনভাবে সিনেমার সঙ্গে যুক্ত। হতে পারেন কেউ স্বনামধন্য কোন পরিচালক, স্ক্রিপ্ট রাইটার বা ক্যামেরার পেছনে থাকা কোন মেকাপ আর্টিস্ট বা কস্টিউম ডিজাইনার। এই সদস্যদের কিছু অংশ অস্কার কমিটির বিশেষ আমন্ত্রণে সদস্য হন। এছাড়াও একবার কেউ মনোনয়ন পেলে সেও এই সদস্যদের অংশ হয়ে যায়। এই ৭ হাজার থেকে ৮ হাজার জনকে আবার ১৭ থেকে ২৫টি ভাগে ভাগ করা হয়। একজন সদস্যকে সাধারণত একটি ভাগেই রাখা হয়। প্রতি ভাগের কাছে এক বা একাধিক বিভাগের সেরাকে নির্বাচন করার দায়িত্ব পড়ে। এরপর প্রতি সদস্য ভোট দেন। যেমন সেরা চলচ্চিত্র নির্বাচনের ক্ষেত্রে একজন সদস্য ৫-১০টি ভোট দিতে পারে। কোন কোন বিভাগের সেরা নির্বাচনে আবার ৫-এর বেশি ভোট দেয়া যায় না। সদস্যদের প্রথম পছন্দের সিনেমাকে সবার আগে রাখতে বলা হয়। এভাবে সব থেকে বেশি ভোট পাওয়া সিনেমা পায় সেরার মুকুট। বিদেশী ভাষার ছবিগুলোর ক্ষেত্রেও একই নিয়ম। তবে বিদেশী ভাষার চলচ্চিত্র ক্যালিফোর্নিয়াতে মুক্তি পেলে সেগুলোকেও অন্য বিভাগে রাখা হয়। যেমন দক্ষিণ কোরিয়ার সিনেমা প্যারাসাইট বিদেশী চলচ্চিত্র ছাড়াও অন্য বিভাগে মনোনয়ন পেয়েছে। সবমিলে অস্কারের পুরস্কার দেয়ার প্রক্রিয়াকে অন্যতম সেরা বলে মনে করা হয়।
×