ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলোচিত খবর

প্রকাশিত: ০৭:২৯, ২৩ জানুয়ারি ২০২০

আলোচিত খবর

সৌমিত্রের বায়োপিক বাংলা চলচ্চিত্রের এক অনিবার্য অধ্যায়ের নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। এই মহতীর বায়োপিক নির্মান করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম ‘অভিযান’। এত বড় মাপের অভিনেতার দীর্ঘ অভিনয় জীবন যখন পর্দায় উঠে আসবে, তখন তার সঙ্গে উঠে আসবে আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্বের সঙ্গে সৌমিত্রের সখ্য, অভিনয় জীবন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। পরিণত বয়সের চরিত্রে অবশ্য সৌমিত্র নিজেই অভিনয় করবেন। আর সৌমিত্রের বায়োপিক যখন, তখন সত্যজিৎ রায় তো আসবেনই। সেই চরিত্রে দেখা যাবে পরিচালক কিউকে। সত্যজিৎ রায়ের সঙ্গে কিউয়ের চেহারার অদ্ভুত সাদৃশ্য আছে বলেই মত পরমব্রতের। দুটি দৃশ্যে দেখা যাবে সুচিত্রা সেনকেও। পাওলি দাম থাকবেন সুচিত্রার ভূমিকায়। রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ গেস্ট এ্যাপিয়ারেন্স, রবি ঘোষের চরিত্রটি। তাতে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। মাধবী মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার। সৌমিত্রের জীবনের তিন-চারটি অধ্যায় দেখানো হবে ছবিতে। শাবানার স্বাস্থ্যের উন্নতি নন্দিত অভিনেত্রী শাবানা আজমী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসারত। গত শনিবার বিকেলে মুম্বাই-পুণে এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন অভিনেত্রী শাবানা আজমি। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, হাইওয়েতে একটি টোলপ্লাজার কাছে শাবানার এসইউভি গাড়িটি সজোরে একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। ঘটনায় শাবানার গাড়ির সামনের অংশ সম্পূর্ণ তুবড়ে যায়, ক্ষতি হয় ট্রাকটিরও। পুলিশ সূত্রে খবর, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে এবার শাবানার চালক অমলেশ যোগেন্দ্র কামাতের বিরুদ্ধেই থানায় এফআইআর করেছেন সেই ট্রাকটির চালক রাজেশ পান্ডুরঙ্গ শিন্ডে। এখন তার অবস্থার উন্নতি ঘটেছে। শাবানা আজমীর সঙ্গে আহত হয়েছিলেন স্বামী জাভেদ আকতার তিনি অবশ্য দ্রুতই সেরে ওঠেন এবার নটী বিনোদিনী! ঐশ্বরীয়া রায় বচ্চন, যার রূপের ঐশ্বর্য যর্থাথ। কিন্তু বিয়ে এবং সন্তান জন্মের পর এই বিশ্ব সুন্দরী কিছুতেই তার নামের সুবিচার করতে পাছেন না। সম্প্রতি ‘পরিণীতা’ খেত বলিউড পরিচালক প্রদীপ সরকার নটী বিনোদিনীকে বড় পর্দায় আনার জন্য তোড়জোড় চালাচ্ছেন। ইন্ডাস্ট্রিও ভেতরের খবর, এই চরিত্রের জন্য ঐশ্বরীয়া রায় বচ্চনের সঙ্গে পরিচালকের একপ্রস্থ আলোচনা হয়েছে। বিনোদিনীর আত্মজীবনী ‘অমর কথা’র কিছু পর্ব অবলম্বনে ছবিটি বানানো হবে। এই চরিত্রের জন্য আগে বিদ্যা বালনের সঙ্গেও কথা হয়েছিল পরিচালকের। তবে তা এগোয়নি। অনেক বছর পরে ২০১৮ সালে হিন্দি ছবি ‘ফানে খান’ দিয়ে ফিরেছিলেন ঐশ্বরীয়া। কিন্তু তা বক্স অফিসে চলেনি। আপাতত মণি রতœমের বহুভাষিক ‘পন্নিয়িন সেলভান’ রয়েছে অভিনেত্রীর হাতে।
×