ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ চাই ॥ তাজুল

প্রকাশিত: ০৯:৪৪, ২৩ জানুয়ারি ২০২০

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ চাই ॥ তাজুল

স্টাফ রিপোর্টার ॥ পরিবেশের অবস্থা উন্নয়নে সঠিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার কোন বিকল্প নেই। তাই সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। বুধবার সকালে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অডিটরিয়ামে আয়োজিত ৫৩ পৌরসভা এবং ৮ সিটি কর্পোরেশনের কঠিন ও পয়োবর্জ্য ব্যবস্থাপনার ফিজিবিলিটি স্টাডি কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, বিল এ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিনিয়র এ্যাডভাইজার (আরবান এ্যান্ড স্যানিটেশন) নীলিমা টোটাসহ পৌরসভা ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সুবসতি গড়ে তোলার লক্ষ্যে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মাথাপিছু আয় বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বর্জ্যও বেশি হচ্ছে। সঙ্গত কারণে মেডিক্যাল বর্জ্য, ভেহিক্যাল বর্জ্য, ই-বর্জ্য, গৃহস্থালি বর্জ্যসহ বিভিন্ন জায়গা থেকে বর্জ্য তৈরি হচ্ছে এগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণের মাথাপিছু আয় বৃদ্ধিসহ সামগ্রিক অবস্থার উন্নতি হচ্ছে। সঠিক লিডারশিপের কারণে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে যা এখন দৃশ্যমান। কমেছে দারিদ্র্যের হার। এখন আমাদের মাথাপিছু আয় ৫০০ ডলার থেকে প্রায় ২০০০ ডলার হয়েছে। তাজুল ইসলাম বলেন, ছোট ছোট বর্জ্য পাহাড় সমান সমস্যা তৈরি করবে। যার ফলে আমাদের সমস্ত উন্নয়ন ব্যাহত হয়ে যেতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ব্যবস্থাপনা না থাকার ফলে বর্তমানে সকল বর্জ্যকে ডাম্পিং করা হয়। সুতরাং এখন সময় এসেছে সঠিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা করার।
×