ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: ০৯:৪৪, ২৩ জানুয়ারি ২০২০

 সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন (ক্র্যাব)। বুধবার ক্র্যাব কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মী ও সদস্যসহ অন্য সাংবাদিকরা। গত ১৮ জানুয়ারি রাত আটটার দিকে খিলগাঁও বিশ্বরোড এলাকার পুলিশ ফাঁড়ির কাছে হামলার শিকার হন বাংলানিউজের সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান শিমুল। এ ঘটনার একদিন পর গত ২০ জানুয়ারি রাজধানীর পরীবাগ এলাকায় বাংলা ট্রিবিউনের ক্রাইম রিপোর্টার শেখ জাহাঙ্গীর আলম ও আলোকিত বাংলাদেশের ক্রাইম রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খানকে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি মোটরসাইকেল দিয়ে চাপা দেয়ার পর অসৌজন্যমূলক আচরণ করে। সমাবেশে ক্র্যাবের সভাপতি আবুল খায়ের বলেন, পুলিশের কাজ জনগণের সেবা করা। অথচ এক পুলিশ কর্মকর্তা উল্টোপথে এসে দুই সাংবাদিককে চাপা দেন। প্রতিবাদ করলে তাকে গালমন্দ করেন। মারধর করে চলে যান। যে মোটরসাইকেল দিয়ে চাপা দেয়া হয়েছে সেটির নম্বর প্লেটও ভুয়া। এটা আরও বড় ধরনের অপরাধ। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধে গৌরবময় ভূমিকার অধিকারী বাংলাদেশ পুলিশের কতিপয় সদস্য বাহিনীটির দুর্নাম করছে। সমাবেশে ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপু সারোয়ার বলেন, পুলিশ ও সন্ত্রাসীদের হাতে পৃথকভাবে তিনজন সাংবাদিক লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছেন। এসব ঘটনার ন্যায়বিচার হওয়া জরুরী। ন্যায়বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে। সমাবেশ পরিচালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু। সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ক্র্যাবের যুগ্ম সম্পাদক সাখাওয়াত কাওসার, অর্থ সম্পাদক আবু হেনা রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হরলাল রায় সাগরসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×