ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেন্টমার্টিন দ্বীপে ঢাবির ‘গো-গ্রীন’ ক্যাম্পেন

প্রকাশিত: ০৯:৪৫, ২৩ জানুয়ারি ২০২০

 সেন্টমার্টিন দ্বীপে ঢাবির ‘গো-গ্রীন’ ক্যাম্পেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নেচার কনজারভেশন ক্লাবের তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর ৭৬ ছাত্র-শিক্ষক সম্প্রতি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে তিনদিন অবস্থান করে প্রকৃতি সংরক্ষণ কার্যক্রমের ‘গো-গ্রীন’ ক্যাম্পেনের পর্ব হিসেবে ছাত্র-ছাত্রীরা চলতি মাসে দ্বীপটির পূর্ব সীমানার মাঝামঝি অংশের দেড় কিলোমিটার এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অপচনশীল দ্রব্য যেমন : নাইলন বা প্লাস্টিক দ্রব্যের ওপর সমীক্ষা চালায়। নাইলন ও প্লাস্টিকজাত চিপস প্যাকেট, চায়ের কাপ, পানির বোতল, পানির গ্লাস, প্লেট, ডাবের পানি খাবার স্ট্র, খাবার প্যাকেট, ভাঙ্গা চশমা বা কাঠি, মাছ ধরার জালের টুকরা, নাইলন দড়ির টুকরা ছাড়াও পোড়ামাটির ইটের ভাঙ্গা টুকরা পাওয়া যায়। পরিচ্ছন্নতার অংশ হিসেবে দলটি সেন্টমার্টিন প্রবাল দ্বীপে ছড়িয়ে থাকা প্রায় ১২০ কেজি নাইলন ও প্লাস্টিকের দ্রব্য সংগ্রহ করে এবং পরবর্তী ধাপে রিসাইকেলের জন্য জমা করে। এর মধ্যে একক ব্যবহারের (সিঙ্গেল ইউজ) প্লাস্টিকের দ্রব্য প্রায় ৬৫%। কার্যক্রমে অংশগ্রহণকারী প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম নিয়ামুল নাসের বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনন্য দ্বীপটির বৈশিষ্ট্য ধরে রাখতে অবশ্যই প্লাস্টিক বর্জ্যসহ অন্য বর্জ্য পরিহারে জোর দিতে হবে। -বিজ্ঞপ্তি
×