ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুরান ঢাকায় মিলনের জনসংযোগ

প্রকাশিত: ০৯:৪৫, ২৩ জানুয়ারি ২০২০

   পুরান ঢাকায়  মিলনের  জনসংযোগ

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার মানুষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। তাই পুরনো ঢাকার সমস্যার কথা ভালই জানা তার। বুধবার নির্বাচনী প্রচারে এলাকার সমস্যা সমাধানে ভোটারদের আশ^াস দিয়েছেন জাপার এই মেয়র প্রার্থী। বলেছেন, পুরান শহরের বেশির ভাগ রাস্তা সরু। যার কারণে এ এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটলে যথাসময়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে না। রাস্তা সরুর কারণে অসুস্থ রোগী যথাসময়ে হাসপাতালে পৌঁছতে পারেন না। আমি নির্বাচিত হতে পারলে সরু রাস্তা প্রশস্ত করব। মিলন বলেন, প্রতিদিন প্রায় পঞ্চাশ লাখ ভাসমান লোক ঢাকায় আসেন। তাদের জন্য পর্যাপ্ত টয়লেট নেই। আমি নির্বাচিত হলে উন্নতমানের টয়লেটের ব্যবস্থা করব। উন্নত শহরের আদলে ঢাকা দক্ষিণ সিটি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমি পুরান ঢাকার সন্তান। আমার চোখের সামনে মুক্ত ঢাকা অন্ধকার হয়েছে। চোখের সামনে বাসযোগ্য ঢাকা এখন সব কিছুতে ঢেকে গেছে। এখন নির্মল বায়ু নেই। দূষণে জর্জরিত নগরী। যেখানে ঝুঁকিতে বসবাস করছেন সবাই। এই অবস্থায় আমি জানি কিভাবে ঢাকাকে বাসযোগ্য করতে হবে। উন্নত শহরের আদলে নতুন করে গড়ে তুলতে হবে এই শহরকে। সকাল থেকে দিনব্যাপী পুরান ঢাকার শহীদ নগর, আমলিগোলা দ্বিতীয় লেন, বউবাজার, রাজনারায়ণ ধর রোড, বালুঘাট মসজিদ রোড, গঙ্গারাম বাজার, ঋষিপাড়া, হরিমন্দির রোড, চৌধুরী বাজার, নগর বেলতলী রোড, নবাবগঞ্জ, কিল্লার মোড়, শ্মশানঘাট এলাকায় গণসংযোগ ও প্রচারে অংশ নেন মিলন। তখন ভোটারদের কাছে আসন্ন সিটি নির্বাচনে ভোট আবেদন করে স্বপ্নের ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। প্রচারকালে তিনি বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। গণসংযোগকালে হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, শাকিব উদ্দিন শিফান ছাড়াও স্থানীয় জাপা নেতা মোক্তার হোসেন, আকতার হোসেন আউয়াল, কামাল হোসেন, মকবুল হোসেন, শারাফত হোসেন জুয়েল, রাহাদ ইসলামসহ স্থানীয় জাপার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দ্বিতীয় বারের মতো বিভক্ত ঢাকা সিটি নির্বাচনে দক্ষিণের মেয়র প্রার্থী হয়েছেন জাপা প্রেসিডিয়ামের সদস্য মিলন। গত নির্বাচনে অংশ নিয়ে চার হাজারের কিছু বেশি ভোট পান তিনি। এবার দলের পক্ষ থেকে দুই সিটিতে দু’জনকে মনোনয়ন দেয়া হলেও উত্তরের মেয়র প্রার্থী নগরীর ভোটার না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়। এখন জাপার মেয়র প্রার্থী একজন। দলের এই প্রার্থীর জন্য কেন্দ্রীয় নেতাদের কোন দরদ নেই। দরজায় কড়া নাড়ছে ভোট। অথচ ১০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচার শুরুর পর এখন পর্যন্ত মিলনের পক্ষে দলের শীর্ষ নেতাদের কাউকে মাঠে নামতে দেখা যায়নি। এমনকি দল প্রধান জি এম কাদের এ বিষয়ে নীরব ভূমিকা পালন করে চলছেন। নির্বাচন পরিচালনার জন্য নামকাওয়াস্তে একটি কমিটি গঠন করে দেয়া হলেও কার্যত তা না থাকার সমান। তাছাড়া দফতর ও প্রচারের জন্য কোন কমিটি নেই। যা অন্য দলের প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে। মিলনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, মেয়র প্রার্থীর নিজ উদ্যোগে নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছেন প্রতিদিন। আত্মীয়, পরিচিত, সমর্থকরাই তার মূল সহযোগিতায় রয়েছেন। তবে বিভিন্ন ওয়ার্ড ও দলের মহানগর পর্যায়ের কিছু নেতাকর্মী মাঝে মধ্যে প্রচারে যোগ দিচ্ছেন। সার্বিক বিবেচনায় প্রার্থীকে বিজয়ী করতে দলের কোন রকম স্বদিচ্ছা বা তৎপরতা নেই। নামমাত্র নির্বাচনে প্রার্থী দেয়া ও অংশ নেয়া নিশ্চিত করেই ঘুমে আছেন কেন্দ্রীয় নেতারা। সেন্টুর প্রচার মিছিল মোহাম্মদপুরের ৩১ নং ওয়ার্ডের জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর ঠেলাগাড়ি মার্কায় ভোট চেয়ে নূরজাহান রোড, তাজমহল রোড, বাবর রোড, শের শাহ্ রোড ও টাউন হল কাঁচাবাজারে বুধবার বিকেলে জাপা নেতারা প্রচার মিছিলে অংশ নেন। এ সময় জাপার নেতারা ছাড়াও মোহাম্মদপুর কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি লুতফর রহমান বাবুল, টাউন হল মার্কেটের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলু, শেরশাহ্ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি সিদ্দিক আবেদিনসহ স্থানীয় ব্যবসায়ীরা প্রচার মিছিলে অংশ নেন।
×