ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রদ্ধা ভালবাসায় ইসমাত আরা সাদেককে চিরবিদায়

প্রকাশিত: ০৯:৪৬, ২৩ জানুয়ারি ২০২০

  শ্রদ্ধা ভালবাসায় ইসমাত আরা সাদেককে  চিরবিদায়

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ও স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ গভীর শ্রদ্ধা ও ভালবাসায় এমপি ইসমাত আরা সাদেককে চিরবিদায় দিলেন কেশবপুরের মানুষ। দলমত নির্বিশেষে কেশবপুর পাবলিক ময়দানে প্রয়াত এমপির কফিনে শেষ শ্রদ্ধা জানান হাজার হাজার মানুষ। প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হোসেন। ধারাবাহিকভাবে শুভেচ্ছা জানান, খুলনা বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন হাওলাদার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার আশরাফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান, কেশবপুর উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, কেশবপুর ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও কেশবপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী প্রতিষ্ঠানসহ প্রায় সকল শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। ফুল দিতে এসে শত শত মানুষ কান্নায় ভেঙ্গ পড়েন। সকাল ১০টা ১০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে ইসমাত আরা সাদেকের মরদেহ কেশবপুর সরকারী কলেজ মাঠে আনা হয়। সেখান থেকে এ্যাম্বুলেন্সে করে সংসদ সদস্যের মরদেহ কেশবপুর পাবলিক ময়দানে এনে রাখা হয়। এ সময় ইসমাত আরা সাদেকের মেয়ে নওরিন সাদেক ও ছেলে তানভীর সাদেক সকলের সামনে তাদের মায়ের জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সকলের শ্রদ্ধা নিবেদনের পর জোহরের নামাজের পর তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুল জলিল। জানাজায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীসহ হাজার হাজার জনগণ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে একই হেলিকপ্টারে করে ইসমাত আরা সাদেকের মরদের তার পিতা মাতার বাড়ি বগুড়ার সাতানি গ্রামে নিয়ে যায়। সেখানে পিতা মাতার পাশে তাকে দাফন করা হয়। যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদিকের মরদেহ আকাশপথে যশোর থেকে তার পৈত্রিক নিবাস বগুড়ায় পৌঁছে বিকেলে। এরপর বাদ আসর সাতানি মসজিদে জানাজা শেষে মসজিদের পাশে সাতানি বাড়ির পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার বাবা মাহবুবার রহমান ছিলেন বগুড়ার একাংশের জমিদার। দাফনের আগে তার কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা অওয়ামী লীগ ও সাতানি পরিবারের সদস্যগণ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন।
×