ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপায় আরও ১০ উপদেষ্টা, ১১ ভাইস-চেয়ারম্যান ২ যুগ্ম-মহাসচিব

প্রকাশিত: ০৯:৪৬, ২৩ জানুয়ারি ২০২০

 জাপায় আরও ১০ উপদেষ্টা, ১১ ভাইস-চেয়ারম্যান ২ যুগ্ম-মহাসচিব

স্টাফ রিপোর্টার ॥ বিরোধী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে আরও ১০ উপদেষ্টা, ১১ ভাইস-চেয়ারম্যান এবং ২ যুগ্ম-মহাসচিবের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩ উপধারা অনুযায়ী উপদেষ্টা, ভাইস-চেয়ারম্যান ও যুগ্ম-মহাসচিবের নাম ঘোষণা করেন। নতুন ১০ উপদেষ্টার মধ্যে সাতজন ভাইস-চেয়ারম্যান থেকে পদোন্নতি দিয়ে উপদেষ্টাম-লীর সদস্য করা হয়। এক সপ্তাহের ব্যবধানে এই পদোন্নতি ঘোষণা করা হয়েছে। এদিকে সম্মেলন হয়েছে গত বছরের ২৮ ডিসেম্বর। প্রায় এক মাসেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি দলটি। দলের গুরুত্বপূর্ণ পদ অনেক ফাঁকা রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্যদের বিভাগওয়ারী সাক্ষাতকার পর্ব চলমান। ইতোমধ্যে জাপার শীর্ষ পর্যায়ে যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে পুরনো অনেক নেতাই বাদ পড়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে গুরুত্বপূর্ণ পদ দিয়ে ১৬ নেতার নাম ঘোষণা করেন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এ নিয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে রওশনের মন কালাকালি হয়। এই প্রেক্ষিতে রওশনপন্থী ১৬ জনের মধ্যে কয়েকজনকে বিভিন্ন পদে দায়িত্ব দিয়ে পাল্টা চিঠি দেন গোলাম কাদের।
×