ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাব ক্যাম্পুরিতে হাজারো সদস্য

প্রকাশিত: ০৯:৪৭, ২৩ জানুয়ারি ২০২০

   কাব ক্যাম্পুরিতে হাজারো সদস্য

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জেলার মৌচাকে কাব স্কাউটদের মিলন মেলার মাধ্যমে পরিচ্ছন্নতার শিক্ষা নিয়ে বদলে যাবে দেশ এই লক্ষে কনকনে শীতের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো নবম জাতীয় কাব ক্যাম্পুরি ক্যাম্পের পরিচ্ছন্নতায় কাজ করছে হাজারো কাব সদস্য। পরিচ্ছন্নতার মনিটরিং টিমকে সামনে থেকে নেতৃত্ব দেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধান পরিচ্ছন্নতাকর্মী আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ বলেন, এবারের কাব ক্যাম্পুরিকে বলা হচ্ছে পরিচ্ছন্নতার কাব ক্যাম্পুরি। প্রথমবারের মতো এবারের কাব ক্যাম্পুরিতে পলিথিনের ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হয়েছে। কাব ক্যাম্পুরিতে কাব স্কাউটরা পর্যায়ক্রমে ১২টি স্বপ্নে (চ্যালেঞ্জ) অংশগ্রহণ করছেন।
×