ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ত্রিমুখী দ্বন্দ্বে গাংনী পৌরসভায় তালা

প্রকাশিত: ১০:৪৫, ২৩ জানুয়ারি ২০২০

 ত্রিমুখী দ্বন্দ্বে গাংনী পৌরসভায়  তালা

সংবাদদাতা, মেহেরপুর, ২২ জানুয়ারি ॥ মেয়র, কাউন্সিলর ও কর্মাচারীদের ত্রিমুখী দ্বন্দ্বে মেহেরপুরের গাংনী পৌরসভায় তালা ঝুলিয়ে দিয়েছে কর্মচারীরা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে একে অপরকে দুষছেন মেয়র ও কাউন্সিলররা। প্যানেল মেয়র নবিরুদ্দীন জানান, সম্প্রতি সময়ে মেয়র আশরাফুল ইসলাম নিজেই পৌরসভার সব সিদ্ধান্ত এককভাবে নিচ্ছেন। কাউকে তোয়াক্কা করছেন না। এসব বিষয়ে মেয়রের কাছে জানতে চাইলে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের কাউন্সিলরদের বিরুদ্ধে লেলিয়ে দেন। আর এ সুযোগে প্রায়ই পৌর কর্মচারীরা কাউন্সিলরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। সকাল থেকে পৌরসভার ট্যাক্স আদায় নিয়ে আবারও কাউন্সিলরদের সঙ্গে কর্মচারীরা খারাপ আচরণ করেন। এরই রেশ ধরে তারা পৌরসভার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। ফলে আর কেউই পৌরসভায় প্রবেশ করতে পারেননি। এ ঘটনায় কাউন্সিলররাও প্রধান ফটকে আরও একটি তালা ঝুলিয়ে দেন। পৌর মেয়র আশরাফুল ইসলাম জানান, জন্মসনদ দেয়া নিয়ে একজন কাউন্সিলর একজন কর্মচারীর সঙ্গে অসদাচরণ করেন। এতে কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ হয়ে তারা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। এর সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন। তবে উভয় পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে তিনি জানান।
×