ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মসজিদের ভেতর জুতা পরিধান ॥ ইউএনও লাঞ্ছিত

প্রকাশিত: ১০:৪৬, ২৩ জানুয়ারি ২০২০

  মসজিদের ভেতর জুতা পরিধান ॥ ইউএনও  লাঞ্ছিত

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২২ জানুয়ারি ॥ মসজিদের ভেতর জুতা পরার অপরাধে বিক্ষুব্ধ মুসল্লিদের হাতে লাঞ্ছিত হয়েছেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মাগরিব নামাজের পর। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আব্দুল্লা বিন রশিদ সান্তাহারে আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে আসেন। এ সময় মাগরিব নামাজের সময় হলে তিনি রেলওয়ে স্টেশন জামে মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে তিনি মসজিদের এক কোনায় গিয়ে জুতা পরিধান করছিলেন। এ সময় মুসল্লিরা দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা তাকে অবরুদ্ধ করে ফেলে। নানা জন নানা কথায় তাকে লাঞ্ছিত করতে শুরু করে। এ নিয়ে বাগবিতন্ডা শুরু হয়। কেউ কেউ শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে তার পরিচয় জানতে পেরে মসজিদের ইমাম সাহেব গণরোষ থেকে রক্ষা করার জন্য মসজিদ লাগোয়া দারুল উলুম কাওমি মাদ্রাসায় নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে তাকে নিয়ে যায়। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য বুধবার বিকেলে মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা বিন রশিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি একটি মিটিংয়ে বক্তব্য দিচ্ছেন, পরে কথা বলবেন জানিয়ে সংযোগ কেটে দেন।
×