ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই হেলপার নিহত

প্রকাশিত: ১০:৫৩, ২৩ জানুয়ারি ২০২০

 টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই হেলপার নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২২ জানুয়ারি ॥ দুটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। কালিহাতী উপজেলার জোগারচর কামাক্ষা মোড় ও বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা এলাকায় বুধবার ভোর রাতে ও সকালে দুর্ঘটনা দুটি ঘটেছে। নিহতরা হলো- ট্রাকের হেলপার ইমন হোসেন (১৬)। সে ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে। হেলপার রেদানুর হক খান (৩২) মারা যায়। জানা গেছে, ঘনকুয়াশার কারণে ভোর রাতে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোগারচর কামাক্ষা মোড় এলাকায় ট্রাক ও বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার ইমন ঘটনাস্থলেই মারা যায়। এতে আহত হয় ৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে ঘনকুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে টোলপ্লাজা এলাকায় একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রেদানুর হক খান (৩২) মারা যায়। সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার আশকা গ্রামের মৃত আব্দুস সালাম খানের ছেলে। সিলেটে যুবক স্টাফ রিপোর্টার সিলেট অফিস জানায়, নগরীর চৌহাট্টায় বুধবার ভোরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও ২ জন অহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী হলেন, শেখঘাট এলাকার বাসিন্দা ইমতিয়াজ মাহবুব অর্জন (২০)। জানা যায়, বালুচর থেকে নয়া সড়ক হয়ে রিকাবীবাজারের দিকে যাওয়ার পথে চৌহাট্টা পয়েন্টে বিমানবন্দরমুখী ট্রাক তাদের মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ইমতিয়াজ। ফরিদপুরে মাইক্রো চালক নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন মাইক্রোবাস চালক মিন্টু শেখ (৩৫)। মঙ্গলবার রাত ১১টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম নামকস্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মিন্টু শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভরদী গ্রামের মৃত আরমান শেখের পুত্র।
×