ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হারপিক খেয়ে খুলনা জেলা পরিষদ সদস্যের আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ১০:৫৪, ২৩ জানুয়ারি ২০২০

  হারপিক খেয়ে খুলনা  জেলা পরিষদ  সদস্যের  আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (জেলা পরিষদ সদস্য) অভিজিৎ চন্দ্র চন্দ হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার বেলা ১১টার দিকে ডুমুরিয়ার নিজ বাসভবনে অভিজিৎ হারপিক পান করেন। তাকে পরিবারের সদস্যরা দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে বিকেলে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনি দীর্ঘদিন যাবত মানসিকভাবে অনেকটাই অসুস্থ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। জানা যায়, বুধবার সকালে অভিজিৎ চন্দ্র চন্দ সবার অগোচরে হারপিক পান করেন। তিনি বমি করতে থাকলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ বিষয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মঞ্জুর মোর্শেদ জানান, অভিজিৎ চন্দ্র চন্দ হারপিক পান করলে তাকে হাসপাতালে আনার পর মেডিসিন বিভাগে চিকিৎসা দেয়া হয়।
×