ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘চোরাচালান রোধে সাতক্ষীরা রেঞ্জে আরও দুটি বিওপি স্থাপন করা হবে’

প্রকাশিত: ১০:৫৫, ২৩ জানুয়ারি ২০২০

 ‘চোরাচালান রোধে সাতক্ষীরা রেঞ্জে আরও দুটি বিওপি স্থাপন করা হবে’

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সীমান্তরক্ষা ও চোরাচালান দমনে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আরে দুটি ভাসমান বিওপি স্থাপন করা হবে। মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম বুধবার দুপুরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিজিবির খুলনা সেক্টরের নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি), রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধীন আঠারবেকি ও কাঁচিকাটা ভাসমান বিওপি এবং কৈখালী বিওপি পরিদর্শনসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে কাঁচিকাটা ভাসমান বিওপিতে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। মহাপরিচালক বলেন, দেশের বিভিন্ন দুর্গম সীমান্তের বিওপি এবং সেখানকার সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়নের বিষটিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে তিনি একটি নির্দিষ্ট সীমান্ত এলাকা পরিদর্শনের সময় তিনি উক্ত এলাকার সবচেয়ে দুর্গম বিওপি পরিদর্শন করে থাকেন। এরই ধারাবাহিকতায় তিনি নীলডুমুর ব্যাটালিয়নের অধীন দুর্গম সুন্দরবন এলাকার গহিন অরণ্যের জলসীমান্তে অবস্থিত আঠারবেকি ও কাঁচিকাটা ভাসমান বিওপি এবং কৈখালী বিওপি পরিদর্শন করেন। পরিদর্শনকালে খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আরশাদুজ্জামান খানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×