ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বারি পরিদর্শনে দুই অতিরিক্ত সচিব

প্রকাশিত: ১০:৫৫, ২৩ জানুয়ারি ২০২০

 বারি পরিদর্শনে  দুই অতিরিক্ত  সচিব

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কৃষি মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস (গবেষণা অনুবিভাগ) এবং বলাই কৃঞ্চ হাজরা (গবেষণা অধিশাখা) বুধবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। এ সময় তারা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব, তৈলবীজ, ডাল, মসলা ও অন্যান্য গবেষণা মাঠ এবং উদ্ভিদ রোগতত্ত্ব, কীটতত্ত্ব, মৃত্তিকা বিজ্ঞান গবেষণাগার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা বারি মহাপরিচালকের সভাকক্ষে ইনস্টিটিউটের উর্ধতন বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। সভায় মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বারির পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. নাজিরুল ইসলাম। মতবিনিময়কালে তারা বারির বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিজ্ঞানীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বারির গবেষণা মাঠ ও গবেষণাগার পরিদর্শন ও আলোচনাকালে বারির পরিচালক (গবেষণা) ড. মোঃ আব্দুল ওহাব, পরিচালক (সেবা ও সরবরাহ) হাবিবুর রহমান শেখ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মোঃ মিয়ারুদ্দীন, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. আবেদা খাতুন, পরিচালক দিল আফরোজা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
×