ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে মধ্যস্থতায় জাতিংসঘের পদক্ষেপ দাবি ইমরান খানের

প্রকাশিত: ০১:২৫, ২৩ জানুয়ারি ২০২০

ভারতের সঙ্গে মধ্যস্থতায় জাতিংসঘের পদক্ষেপ দাবি ইমরান খানের

অনলাইন ডেস্ক ॥ কাশ্মীর সংকটে মুখোমুখি দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রে সমৃদ্ধ দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের মধ্যস্থতায় সহায়তায় জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, এটা সহিংসতার সম্ভাব্য উৎসভূমি। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর এটাই সময় সংঘাত বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া। গত বছরের আগস্টে কাশ্মীরের স্বায়ত্বশাসনের সাংবিধানিক অধিকার হরণ করে ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। মুসলমানদের লক্ষ্যবস্তু বানিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের কীভাবে ভারত জবাব দেয়, তা নিয়ে আতঙ্কের কথাও জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, আমরা এখন সংঘাতের খুবই কাছে অবস্থান করছি। যদি ভারতে এই বিক্ষোভের অবনতি ঘটে, এবং তা থেকে মনোযোগ অন্যত্র চলে যায়, তাহলে কী ঘটবে? এদিকে সুইজারল্যান্ডের দাভোসে ইমরান খানের সঙ্গে বৈঠকে শিগগিরই পাকিস্তান সফরের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি এমন খবর দিয়েছেন। ইমরান খান ও ট্রাম্পের মধ্যে ঘণ্টাব্যাপী বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে কুরাইশি জানান। বৈঠকে ট্রাম্পের পুরো সফরসঙ্গীরা যেমন ছিলেন, তেমনি সেখানে কুরাইশিও অংশগ্রহণ করেন। এসময় ফিন্যানসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কালোতালিকা থেকে রেহাই পেতে পাকিস্তানের বিভিন্ন পদক্ষেপের কথা ট্রাম্পকে অবহিত করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন তিনি। কুরাইশি বলেন, অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা করেছেন ইমরান খান। কাশ্মীর সংকটের একটি সমাধান দরকার বলে মনে করেন ট্রাম্প। ইমরান-ট্রাম্প বৈঠকে দুই দেশের ব্যবসা নিয়েও আলোচনা হয়েছে। মার্কিন একটি ব্যবসায়ী প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাবেন বলে সিদ্ধান্ত হয়েছে। তবে কখন ওই সফর অনুষ্ঠিত হবে; তা নিশ্চিত করতে পারেননি কুরাইশি। মার্কিন-ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও দুই দেশের মুখোমুখি অবস্থানে পাকিস্তানে ওপর প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খান। তারা আফগান-তালেবান চলমান শান্তি আলোচনা নিয়েও কথা বলেন। ২০১৮ সালের জুলাইয়ে ইমরান খান ক্ষমতায় আসার পর ট্রাম্পের সঙ্গে এটা তার তৃতীয় বৈঠক। এর আগে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এতটাই ঘনিষ্ঠ যে যা আগে কখনো ছিল না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাজেই বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বৈঠকে ‘বন্ধু’ ইমরান খানের সঙ্গে কাশ্মীর সংকট নিয়ে আলোচনা করবেন বলে তিনি জানিয়েছেন। ব্যক্তিগত বৈঠকের আগে দুই নেতা ডাভোসের এই সম্মেলনে মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেন। শান্তি ও স্থিতিশীলতায় পাকিস্তানের অব্যাহত চেষ্টার কথা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আফগান পরিস্থিতি নিয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। ইমরান খানকে যখন বন্ধু হিসেবে উল্লেখ করেন, তখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কাশ্মীর নিয়ে আলোচনা করবেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।
×