ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুলসান আক্তার রংপুর বিভাগে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত

প্রকাশিত: ০৪:৪২, ২৩ জানুয়ারি ২০২০

  গুলসান আক্তার রংপুর বিভাগে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ চুড়ান্ত বাছাই পর্বে পীরগঞ্জ ভোমরাদহ ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলসান আক্তার রংপুর বিভাগে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছে। গুলসান আক্তার দীর্ঘ দিন ধরে অভিনব কায়দায় ও নিজস্ব উদ্ভাবনী কলা কৌশল দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন। শিক্ষা পেশায় নিযুক্ত হয়ে তিনি নিজেকে ধন্য মনে করেন। উপজেলা ও জেলা পর্যায়ে শিক্ষা প্রশাসনে তার যথেষ্ট খ্যাতি রয়েছে। ২০১৯ সালের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ার জন্যে তিনি অক্রান্ত পরিশ্রম করে সফল হয়েছেন। সহকারী শিক্ষিকা হিসেবে রংপুর বিভাগে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তিনি বিদ্যালয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে-ই-খোদা পাভেল সহ সকল শিক্ষকের ভাবমুর্তি উজ্জ্বল করেছেন। সম্প্রতি তিনি রংপুর বিভাগীয় কমিশনার কে.এম. তারিকুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপ-পরিচালক খন্দকার মোঃ ইকবাল হোসেন এর কাছ থেকে শিক্ষা পদক গ্রহণ করেছেন।
×