ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বের ৪৭ কোটি মানুষ বেকার

প্রকাশিত: ০৯:১২, ২৪ জানুয়ারি ২০২০

 বিশ্বের ৪৭ কোটি মানুষ বেকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের ৪৭ কোটি মানুষ পূর্ণ কিংবা আংশিক বেকারত্বে ভুগছে। এ সংখ্যা বিশ্বের মোট শ্রমশক্তির ১৩ শতাংশ। জাতিসংঘের আন্তর্জাতিক প্রম সংস্থা, আইএলওর প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। আইএলওর তথ্যমতে, বিশ্বজুড়ে বিপুলসংখ্যক, মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য পর্যাপ্ত আয় করতে পারছে না। দিন দিন তারা যেমন দারিদ্র্যের দুষ্টচক্রে আবর্তিত হচ্ছে, তেমনি বাড়ছে বৈষম্যের মাত্রা। ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট এ্যান্ড সোশ্যাল আউটলুক শীর্ষক বার্ষিক প্রতিবেদনে আইএলও বলছে বৈশ্বিক অর্থনীতিতে চলমান মন্দার কারণে মানুষ কাজ হারাচ্ছে।
×