ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাসুদ চয়ন

ভেঙ্গে গেলে উপকূল

প্রকাশিত: ০৯:৪৭, ২৪ জানুয়ারি ২০২০

 ভেঙ্গে গেলে উপকূল

নিস্তব্ধ আঁধারের বুকে ঢেউয়ের আবাহন বেজে উঠল ছলাৎ ছল জল মূর্ছনায় ভেঙে যাবে উপকূলবাসীর স্বপ্ন কেউ জানে না কখন কোথায় কিভাবে বিলীন হবে হৃদয়ের ভিটেমাটি তবুও তরঙ্গের নিরবচ্ছিন্ন আবাহনে ভেসে চলছেই এমন শত-সহস্র উপকূলে চলমান বিভীষিকা দেখে হৃদয়ের সঙ্গে নিঃসঙ্গ আলাপনে মাতি ঢেউ তুমি কবে থেমে যাবে ! তোমার অহমি স্রোতের করুণ বৃত্তান্ত বন্ধ হবে কবে! কে চায়-যাপনের ভিটেমাটি হারাতে জীবন তুমি বেদনাবিধুর যাদের জন্য জীবন তুমি দহন কালের চিরায়ত গল্প অমন পথে পান্তে তবুও জীবনের দাবি জীবনে মরণ কেবল স্বাভাবিক বিশালতা মাত্র কত সহজেই মরে যাই
×