ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শরবিদ্ধ মৃগশিশু

প্রকাশিত: ০৯:৪৯, ২৪ জানুয়ারি ২০২০

শরবিদ্ধ মৃগশিশু

ধ্যানমার্গে সমাহিত সিদ্ধার্থ বনাম তথাগত বুদ্ধ নিকটে নির্ভয়ে স্থির স্মিতকায় হরিণশাবক অকস্মাৎ ধেয়ে আসে ক্ষিপ্রগতি নিক্ষিপ্ত শায়ক তীব্র কামে ছুঁয়ে দেয় ন¤্রপ্রাণ ছায়া দুলে ওঠে তপোবন বোধিবৃক্ষতলা শরবিদ্ধ মৃগশিশু আর্তনাদে আকাশ ফাটায় বাতাসের বুক চিরে ‘ত্রাহি’ স্বরে হাহাকার ঝরে শোকবচিহ্ন জ্বলে ওঠে অশ্রুসিক্ত পাতাদের চোখে দীর্ঘবৃত্তে দীর্ঘশ্বাস গাছেদের প্রাণীদের নিশ্বাসে-নিশ্বাসে... বিয়োগান্ত দৃশ্যকাব্য দেখে-দেখে বিষাদ-ডাঙায় নির্বিকার চুপ থাকে বৌদ্ধমহাসঙ্ঘসহ প্রসিদ্ধ বলয় অহিংসা-মন্ত্রের নামাবলি গায়ে চেপে মৌনব্রতে নিবেদিত ভিক্ষু-সম্প্রদায়
×