ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শত ক্যামেরায় সরাসরি সম্প্রচার করা হবে মুজিববর্ষের উদ্বোধনী আয়োজন

প্রকাশিত: ১২:৪৬, ২৪ জানুয়ারি ২০২০

 শত ক্যামেরায় সরাসরি  সম্প্রচার করা হবে মুজিববর্ষের  উদ্বোধনী আয়োজন

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকাসহ সারাদেশে এক শ’ ক্যামেরার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে- যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির চতুর্থ সভা শেষে এ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (এ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী এ কথা জানান। খবর ওয়েবসাইটের। তিনি বলেন, ইতোমধ্যে আমাদের সব বেসরকারী টেলিভিশন চ্যানেল মুজিববর্ষের কাউন্টডাউন সম্প্রচার করছে। উদ্বোধনী দিনে ঢাকা ও ঢাকার বাইরে থেকে সারাদিন নানা আয়োজনও সরাসরি সম্প্রচার করা হবে। সে সঙ্গে দেশের বাইরেও এ আয়োজন ছড়িয়ে দেয়া হবে। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু বলেন, উদ্বোধনী অনুষ্ঠানস্থল জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১৮টি, রাজধানীর ১৮টি স্থান থেকে ১৮টি এবং ৬৪ জেলায় একটি করে মোট এক শ’ ক্যামেরার মাধ্যমে এ আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে। এর মাধ্যমে সারা পৃথিবীব্যাপী এ আয়োজন ছড়িয়ে পড়বে।
×