ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ার জঙ্গল থেকে ৫ বাংলাদেশী গ্রেফতার

প্রকাশিত: ১২:৪৬, ২৪ জানুয়ারি ২০২০

 মালয়েশিয়ার জঙ্গল  থেকে ৫ বাংলাদেশী  গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ মালয়েশিয়ার জঙ্গলে বসবাসরত পাঁচ বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে দেশটির কুয়ালা নেরাসের একটি জঙ্গলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে তেরেংগানু ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে। খবর ওয়েবসাইটের। সূত্র জানায়, চলমান অবৈধ অভিবাসীদের গ্রেফতার এড়াতে ওই পাঁচ বাংলাদেশী তেরেংগানুর জালান মেরং, কামপুং মেঙ্গাবাংয়ের জঙ্গলে প্লাস্টিকের ছাউনি তৈরি করে বসবাস করে আসছিলেন। তেরেংগানু ইমিগ্রেশন বিভাগের উপ-পরিচালক মালিক জালিমন ডেরামান জানান, অভিযানকালে পুলিশ প্রধান মোহাম্মদ মুদার নেতৃত্বে পুরো এলাকাটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বয়স ৩০ থেকে ৩১ বছরের মধ্যে। এছাড়া সামাজিক ভিজিট পাসের অনুমতি প্রাপ্তির চেয়ে বেশি দিন অবস্থান এবং বৈধতার কোন দলিল না থাকায় আরও ১১৯ জন বিদেশীকে আটক করা হয়েছে বলে জানান জালিমন ডেরামান।
×