ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নদী-খালের সকল দখলদার উচ্ছেদ করতে হবে ॥ ড.মুজিবুর রহমান

প্রকাশিত: ০৪:৪৯, ২৪ জানুয়ারি ২০২০

  নদী-খালের সকল দখলদার উচ্ছেদ করতে হবে ॥ ড.মুজিবুর রহমান

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, আমরা নদী উদ্ধার কার্যক্রম শুরু করেছি। নদী তীরের সকল অবৈধ স্থাপনার তালিকা তৈরি করে উচ্ছেদ করতে হবে। শুধু নদী নয় কোন খালের পানির প্রবাহ বাধাগ্রস্ত করা যাবে না। তিনি আরও বলেন, আসলে আমরা আমার স্বার্থ বুঝি না। দেশের জন্য কাজ করলে মানুষ সহায়তা করতে এগিয়ে আসবে। প্রকৃত তথ্য জানতে পারবেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকলের বেতন বাড়িয়ে দিয়েছেন, এর মর্ম বুঝতে হবে। নদীর জমি কারও না। নদীকে নদীর মতো রাখতে হবে। শুক্রবার সকাল ১০টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখা আয়োজিত নদী-খাল রক্ষা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মুজিবুর রহমান হাওলাদার আরও বলেন, নদী-খাল রক্ষা করলে মানুষের অধিকার সংরক্ষণ করা হয়। নদী-খাল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে হটলাইন করা হচ্ছে বলে উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, পানি পরিবেশ-প্রকৃতি রক্ষা করতে হবে। আগামি প্রজন্মের জন্য নদী-খাল রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল, সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলেট, ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার, পৌর কাউন্সিলর মনোয়ারা বেগম, অধ্যক্ষ্য মো. আবু সাইদ, গণমাধ্যম কর্মী ওমর ফারুক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বাপা কলাপাড়া আঞ্চলিক শাখা কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু। এর আগে চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার আন্ধারমানিক নদী তীর, নির্মানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকার নদী পরিদর্শন করেন।
×