ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৫০, ২৪ জানুয়ারি ২০২০

  নওগাঁয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ শুক্রবার নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পুরাতন হাসপাতাল) প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) নওগাঁ জেলা শাখা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নওগাঁ শাখা এই ক্যাম্পের আয়োজন করে। এদিন সকালে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন. স্বাধীনতা চিকিৎসক পরিষদ নওগাঁ শাখার সভাপতি ডা. আশেক হোসেন, বিএমএ নওগাঁ শাখার সভাপতি ডা. মো: হাবিবুর রহমান, সাধারন সম্পাদক ডাঃ মাহবুব আলম সিদ্দিকী, নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আব্দুল বারী, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা: কামরুল হাসান টিপু, সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মুনির আলী আকন্দ ও অন্যান্য চিকিৎসকবৃন্দ। ক্যাম্পে বিশেজ্ঞ সার্জন ও চিকিৎসকরা বিনামূল্যে নাক, কান, গলা, চর্ম, শিশু, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এসময় বিএমএর সভাপতি ডাঃ হাবিবুর রহমান বলেন, বর্তমান সরকারের নির্দেশে আমরা চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে বদ্ধপরিকর। একটি রোগীও বিনা চিকিৎসা মারা যাবে না। অপর দিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ আশেক হোসেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা। মানুষের মৌলিক অধিকারের একটি অংশ হলো স্বাস্থ্য সেবা। একারণে নওগাঁ জেলার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আগত ৫ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদানসহ বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়।
×