ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লন্ডন থেকে ইতালিতে মোসেস

প্রকাশিত: ০৯:৪০, ২৫ জানুয়ারি ২০২০

 লন্ডন থেকে ইতালিতে মোসেস

স্পোর্টস রিপোর্টার ॥ আপাতত ঠিকানা পরিবর্তন করেছেন নাইজিরিয়ান ফুটবলার ভিক্টর মোসেস। ইংলিশ ক্লাব চেলসি থেকে ধারে তিনি যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। শুক্রবার ইন্টার বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে চেলসির সাবেক কোচ এ্যান্টোনিও কন্টের অধীনে আবারও খেলতে পারবেন মোসেস। এর আগে চেলসির দায়িত্ব ছিলেন কন্টে। লন্ডনের ক্লাব চেলসিতে থাকাকালীন কন্টের আস্থাভাজন খেলোয়াড় ছিলেন ২৯ বছর বয়সী মোসেস। যে কারণে আবারও সাবেক কোচের অধীনে খেলার সুযোগ পেয়ে তিনি বলেন, আবারও কন্টের সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। আমি দারুণ খুশি। আমি তার সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যেই কন্টে আমাকে ক্লাবের লক্ষ্য সম্পর্কে জানিয়েছে। এখন থেকে আমি তাদেরই একটি অংশ। আশা করছি নিজের শতভাগ দিয়ে ক্লাবকে সহায়তা করতে পারব। জানা গেছে, মোসেসের সঙ্গে সাড়ে তিন বছরের চুক্তি হয়েছে ইন্টারের। চলতি মাসের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইংলিশ ফুলব্যাক এ্যাশলে ইয়ংকে দলভুক্ত করার পর শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে এ নিয়ে দ্বিতীয় খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করল ইন্টার।
×