ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিরোপার আরও কাছে লিভারপুল

প্রকাশিত: ০৯:৪৩, ২৫ জানুয়ারি ২০২০

 শিরোপার আরও কাছে লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ কোন বাধাই আটকাতে পারছে না লিভারপুলকে। দীর্ঘ ৩০ বছর পর দ্য রেডসদের ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয় এখন সময়ের ব্যাপার মাত্র। এ লক্ষ্যে আরেকটি জয় পেয়েছে জার্গেন ক্লপের দল। বৃহস্পতিবার রাতে এ্যাওয়ে ম্যাচে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়েছে সফরকারী লিভারপুল। শুরুতে লিভারপুল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় ওলভারহ্যাম্পটন। ফলে ১-১ গোলে সমতাবস্থায় ম্যাচ শেষের দিকে যাচ্ছিল। কিন্তু খেলা শেষের ছয় মিনিট আগে ব্রাজিলিয়ান তারকা রবার্টো ফিরমিনো চোখ ধাঁধানো গোল করে জয় উপহার দেন লিভারপুলকে। এর আগে দলটির হয়ে প্রথম গোল করেন জর্ডান হেন্ডারসন। এই জয়ে ২৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে ইউরোপিয়ান ও বিশ্বচ্যাম্পিয়ন লিভারপুল। ৩৪ পয়েন্ট নিয়ে সাতে আছে ওলভারহ্যাম্পন। চলমান মৌসুমে এর আগেও শেষ মুহূর্তের জয়ে লিভারপুল নিজেদের এগিয়ে নিয়ে গেছে। এর মধ্যে লিচেস্টার সিটি, এ্যাস্টন ভিলা, ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ অন্যতম। ম্যাচে সেট পিস আক্রমণগুলোই ছিল লিভারপুলের সাফল্যের মূলমন্ত্র। ম্যাচের অষ্টম মিনিটে হেন্ডারসনের করা গোলটিও ছিল সেট পিস থেকে। এই গোলের পরপরই ম্যাট ডোহার্টি ওলভারহ্যাম্পটনের হয়ে সমতা ফেরাতে ব্যর্থ হন। গত মাসে নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলের হারানোর দুইদিন পরই লিভারপুলের কাছে ১-০ গোলে হেরেছিল ওলভার। ওই ম্যাচে দলের সবচেয়ে বিপজ্জনক দুই ফরোয়ার্ড গিমিনেজ ও এ্যাডামা ট্রায়োরে বদলি বেঞ্চে ছিলেন। কিন্তু পরশু রাতে আর সেই ভুল করেননি দলটির কোচ এস্পিরিটো। ট্রায়োরের মতো একজন ফরোয়ার্ডকে দলে পেয়ে ওলভারহাম্পটন দারুণ ফর্মে আছে। প্রিমিয়ার লীগে টানা ছয় ম্যাচে কোন গোল হজম না করা লিভারপুলকে এই ধারা ধরে রাখতে ব্যর্থ করেছেন গিমিনেজ ও ট্রায়োরে। ৫১ মিনিটে ডানদিক থেকে ট্রায়োরের নিখুঁত ক্রসে গিমিনেজ মৌসুমের ২০তম গোল করে দলকে সমতায় ফেরান। গত দুই মাসে এই নিয়ে লীগে প্রথম গোল হজম করেছেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক এ্যালিসন। এরপরই ট্রায়োরে ও গিমিনেজের আরও দুটি শট রুখে দিয়ে লিভারপুলকে রক্ষা করেছেন ব্রাজিলিয়ান এ্যালিসন। শেষ পর্যন্ত ৮৪ মিনিটে হেন্ডারসনের পাস থেকে দ্য রেডসদের গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট উপহার দেন আরেক ব্রাজিলিয়ান ফিরমিনো। চলমান মৌসুমে এই নিয়ে ২৩ লীগ ম্যাচে ২২ জয় তুলে নিয়েছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির তুলনায় এক ম্যাচও কম খেলেছে ক্লপ শিষ্যরা। যদিও এই জয় কিছুটা হলেও দলের অন্যতম সেরা তারকা সাডিও মানের ইনজুরিতে ম্লান হয়ে গেছে। প্রথমার্ধের ৩৩ মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সেনেগালের ফরোয়ার্ড। ম্যাচ শেষে লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলেন, সবাইকেই জয়ের পথ খুঁজে নিতে হয়। আর এই জয়ের পথে যে কোন একজনকে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আরও একবার সেই কাজটি আমাদের জন্য করে দেখিয়েছে ফিরমিনো। অসাধারণ একটি গোলে সে আমাদের জয় উপহার দিয়েছে। ওলভারহ্যাম্পন কোচ এস্পিরিটো বলেন, এটা একটি চমৎকার ম্যাচ ছিল। এই ম্যাচের পরে আমাদের এই ধারা বজায় রাখতে হবে। আরও শক্তিশালী হয়ে নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে। ছেলেদের লড়াইয়ে আমি খুশি।
×